দেশকে সম্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সাতটি বিষয় মাথায় রাখুন।
প্রবীণদের বেশি করে যত্ন নিন
প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের মোকাবিলায় নিজের বাড়ির বয়স্কদের ওপর বিশেষ নজর দিন। এছাড়াও যাঁরা অন্য রোগে আক্রান্ত তাঁদেরও সাবধানে রাখার আবেদন করেছেন প্রধানমন্ত্রী।
লকডাউন, সামাজিক দূরত্ব অনুসরণ করুন
প্রধানমন্ত্রী আবেদন বলেছেন, লকডাউন-এর লক্ষণরেখা ভঙ্গ করবেন না। সোশ্যাল ডিসট্যান্সিংয়ের পালন করুন। ঘরে তৈরি ফেস মাস্কের ব্যবহার করার আবেদন জানিয়েছেন তিনি।
ঘরে তৈরি মাস্কগুলি ব্যবহার করুন, সংক্রমন যাতে না বাড়ে তার জন্য নির্দেশাবলী অনুসরণ করুন
প্রধানমন্ত্রী আবেদন বলেছেন, লকডাউন-এর লক্ষণরেখা ভঙ্গ করবেন না। সোশ্যাল ডিসট্যান্সিংয়ের পালন করুন। ঘরে তৈরি ফেস মাস্কের ব্যবহার করার আবেদন জানিয়েছেন তিনি। নিজের ইমিউনিটি বাড়ানোর যে পরামর্শ আয়ুষ মন্ত্রক দিয়েছে তা পালন করার আবেদন জানিয়েছেন। সেই সব উপদেশের মধ্যে রয়েছে মধ্যে মধ্যে উষ্ণ গরম জল খাওয়া।
আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করুন
আরোগ্য সেতু মোবাইল অ্যাপ অবশ্যই ডাউনলোড করুন। পাশাপাশি অন্যদেরও তা ডাউনলোড করতে উৎসাহিত করুন। আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
দরিদ্র পরিবারের খেয়াল রাখুন
প্রধানমন্ত্রীর আবেদন যতটা সম্ভব, গরিব পরিবারের দেখভাল করুন, তাঁদেরকে সাহায্য করুন।
প্রাইভেট চাকুরীজীবিদের বরখাস্ত করবেন না
প্রধানমন্ত্রীর আবেদন, এই কঠিন আর্থিক পরিস্থিতিতে ছাঁটাই করবেন না। ব্যবসায় জড়িত লোকেদের কাউকে কাজ থেকে বের করে দেবেন না। বলেছেন প্রধানমন্ত্রী।
করোনার যোদ্ধাদের সম্মান করুন।
করোনার বিরুদ্ধে লড়াই করছেন চিকিৎসক, নার্স, পুলিশ। সকলকেই সম্মান করুন। বলেছেন প্রধানমন্ত্রী।
ভারতজুড়ে ৩ মে পর্যন্ত চলবে লকডাউন৷ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মোদি জানান, স্থানীয় স্তরে একজনও সংক্রমিত হওয়া চলবে না। এই কারণে হটস্পটগুলিকে চিহ্নিত করে আরও বেশি সতর্ক হয়ে কাজ করতে হবে নজর রাখতে হবে সাম্ভব্য হটস্পটগুলিতেও। আগামী এক সপ্তাহ আমরা করোনার বিরুদ্ধে লড়াই আরও জোরদার করব। ২০ এপ্রিল পর্যন্ত প্রতিটি এলাকায় বাড়িতে মূল্যায়ণ হবে। যে অঞ্চলে হটস্পট কমবে, সেখানে বিশেষ অনুমতি মিলবে৷
স্থানীয় স্তরে একজনও সংক্রমিত হওয়া চলবে না। এই কারণে হটস্পটগুলিকে চিহ্নিত করে আরও বেশি সতর্ক হয়ে কাজ করতে হবে নজর রাখতে হবে সাম্ভব্য হটস্পটগুলিতেও। আগামী এক সপ্তাহ আমরা করোনার বিরুদ্ধে লড়াই আরও জোরদার করব। ২০ এপ্রিল পর্যন্ত প্রতিটি এলাকায় বাড়িতে মূল্যায়ণ হবে। যে অঞ্চলে হটস্পট কমবে, সেখানে বিশেষ অনুমতি মিলবে
ঘরের তৈরি মাস্ক অবশ্যই পড়তে হবে
বয়স্ক ব্যক্তিদের বিশেষ খেয়াল রাখতে হবে
আগামীকাল নতুন গাইডলাইন ঘোষিত করা হবে
২০ এপ্রিল পর্যন্ত কড়া নজরদারীর পর শর্তঅনুসারে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
৩ মে পর্যন্ত লকডাউন জাকরি থাকবে সমগ্র ভারতে।
শুরু হয়ে গেল প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ৷