07/05/2025 : 2:34 AM
অন্যান্য

মেমারিতে লকডাউনের তৃতীয় দিন- রাজ্যে করোনা আক্রান্ত ১০ থেকে ১৫ হল….মেমারিবাসী সচেতন থাকুন

এম. কে. হিমু ও নূর আহমেদ, মেমারিঃ আজ লকডাউনের তৃতীয় দিন। পুলিশি পাহাড়া শিখিল হওয়ায় লকডাউন যেন বিরোধা পক্ষের বাংলা বনধের চেহরা নিচ্ছে ধীরে ধীরে। শহরের শুধু নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা থাকলেও অধিকাংশ দোকানে ক্রেতারা কোন নিয়ম মানছেন না। গতকাল জিরো পয়েন্ট থেকে কিছু মেমারি শহরের কিছু ছবি তুলে ধরা হয়েছিল। আজও কিছু ছবি দেওয়া হল। মানুষই বিচার করুক তাদের নিজেদের কতটা সচেতন হতে হবে…না হলে যতই গৃহবন্দী আমরা থাকি না কেন বিপদ আমাদের দরজায় কড়া নাড়াতে শুরু করে দেবে।

নবপল্লী মাঠ- ক্যামেরা দেখেই খেলা ছেড়ে পালিয়ে যায়বামুন পাড়া মোড় অপেক্ষাকৃত কম মানুষ দেখা যায়চকদিঘী রোড....মানুষ সচেতন নয়হাসপাতাল রোড ক্রেতা-বিক্রেতার মধ্যে এখন সচেতনতার অভাববামুন পাড়া মোড় এখানেও ভিড় ছিল ক্যামেরা দেখে সরে যায়মেমারি চকদিঘী মোড়...মানুষ যেন সারাদিনের বনধের পর একটু হাওয়া খেতে বেড়িয়েছেনক্যামেরা - নূর আহমেদ

**************************************************************************************

  • জিরো পয়েন্ট সংবাদ পত্রের অনলাইন নিউজ পোর্টাল www.ezeropoint.net
  • আপনার এলাকার সংবাদ ছবিসহ আমাদের ইমেইল করুন newszeropoint@gmail.com এবং
    ওয়াটস্অ্যাপ করুন ৯৩৭৫৪৩৪৮২৪
  • রাজ্যের জেলাভিত্তিক ও ব্লকভিত্তিক সাংবাদিক প্রয়োজন, যোগাযোগ করুন জিরো পয়েন্ট-এর সাথে।

**********************************************************************************

Related posts

বলিউড অভিনেতা ইরফান খানকে আর দেখা যাবে না সিনেমার প‍র্দায়

E Zero Point

দরিদ্র মানুষের পাশে মেমারি তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতি

E Zero Point

মেমারিতে লকডাউনের চতুর্থ দিন – রাজ্যে করোনা আক্রান্ত ১৮

E Zero Point