বিশেষপ্রতিনিধি, খন্ডঘোষঃ খণ্ডঘোষের বাদুলিয়া গ্রামে পর পর দুজন করোনা পজিটিভ হওয়ার পর গ্রামের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সরকারি নির্দেশে সমস্ত রাস্তা সিল করে দেওয়া হয়েছে, হাট-বাজার বন্ধ। গ্রামটিকে কন্ট্যাক্ট কন্টামিনেটেড প্লেস হিসেবে ঘোষণা করায় বাড়ি থেকে বের হচ্ছেন না কেউই, রাস্তাঘাট ফাঁকা।
পূর্ব বর্ধমান জেলা পুলিশ খণ্ডঘোষের বাদুলিয়া গ্রামে লকডাউনের পরিস্থিতি জানতে জেলা প্রশাসন ড্রোনের সাহায্যে নিল। আজ বিকালে জেলার করোনা ভাইরাসে আক্রান্ত এলাকায় প্রশাসন ড্রোন উড়িয়ে লকডাউনের পরিস্থিতির তথ্য জোগাড় করলো।