সংবাদ সংস্থাঃ চিন ভারতের সংবাদ মাধ্যমের ওপরে তোপ দাগলো যে, ভারতীয় সংবাদ মাধ্যম নাকি চিনের করোনার ভূমিকা নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। দিল্লিতে চিনা দূতাবাস জি রং এবার এমনটাই জানালো। তিনি স্পষ্ট ভাবে আরও জানিয়েছেন, চিনের প্রকাশিত সব তথ্য, করোনা নিয়ে সেটাকে গোপন করে চিনকেই দোষারোপ করা হচ্ছে। যেটা একেবারেই দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ, এটা কোনো মতেই করা উচিৎ নয়। জি রং জানায়, গত ডিসেম্বরের কথা সেখানে যখন অজানা নিউমোনিয়া ধরা পরে, তখন সেটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, উহান পুরো স্বাস্থ্য কমিশন এই দায়িত্ব নিয়ে কাজ করে এবং সবাইকে সতর্ক করে। এদিকে গত ৭ জানুয়ারী চিনের প্রেসিডেন্ট শি জিনপিং পরিস্থিতি নিয়ে সতর্ক হন, আর বিভিন্ন নির্দেশ জারি করেন, এরপরে যখন সব হাতের বাইরে চলে যায় তখন উহানের সাথে হুবেইর সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়। যান চলাচল থেকে শুরু করে সবকিছু। তার কথায় এটাই প্রকাশ পেয়েছে, যে চিন আগের থেকেই, এই করোনা নিয়ে তৎপর, চিন কোনও ভাবেই কিছু লুকোয় নি বিশ্বের কাছ থেকে। আন্তর্জাতিক পর্যায়ে চিন সব তথ্য প্রকাশ করেছে। গত ৩ জানুয়ারী থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবটাই জানত, ও আমেরিকা ও অন্যান্য দেশকেও জানানো হয়েছে সমস্তটা। ২৭ জানুয়ারী থেকে সর্বদা সাংবাদিক বৈঠক পর্যন্ত হত, দৈনিকের তথ্য দৈনিক প্রকাশ করা হত। কিন্তু তাও কেনো বার বার বলা হচ্ছে চিন তথ্য গোপন করেছে। ভাইরাস কি জাতি ধর্ম মেনে কাজ করে, ভাইরাস কি কোনও দেশের সীমানা মেনে কাজ করে। ভাইরাস কোনো কিছুই মানে না। এই ভাইরাস থেকে বিশ্বকে বাচাতে একটাই পদক্ষেপ নিতে হবে সেটা একজোট হয়ে লড়াই করা। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এই ভাইরাসের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। এর থেকে দ্রুত মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন দেশের বিজ্ঞানীরা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে।
পূর্ববর্তী পোস্ট