27/04/2024 : 7:41 AM
অন্যান্য

‘আমরা লড়াই করব, করোনাকে হজম করব’-করোনা সচেতনায় কলকাতার বাজারে নতুন মিষ্টি

সংবাদ সংস্থাঃ লকডাউনের পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় ব্যবসার সাথে প্রতিদিন ৪ ঘন্টা মিষ্টান্ন ব্যবসা খোলা রাখার অনুমতি দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকার।

মিষ্টি সৃষ্টিতে অনবদ্য বাঙালি। তাই লকডাউনে করোনা সচেতনায় ‘করোনা’ মিষ্টি বানিয়ে ফেলল। সম্প্রতি কলকাতার এক প্রসিদ্ধ মিষ্টান্ন ব্যবসায়ী করোনা ভয় কাটানোর জন্য এক নতুন ধরনের মিষ্টি বাজারে আনলো। বিশ্বে আলোড়ন ফেলে দেওয়া করোনা ভাইরাস এখন সর্বত্র আলোচ্য বিষয়। আতঙ্কের এই আবহে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে তাই কারিগরদের দিয়ে বানিয়ে ফেলা হয়েছে ওই বিশেষ সন্দেশ এবং কেক।” ‘করোনা’ মিষ্টি খাইয়ে তো বটেই, এমনকি মিষ্টির প্যাকেটেও মারণ ভাইরাস সম্পর্কে সচেতনতার বার্তা প্রচার করা হবে বলে জানাচ্ছেন উক্ত ব্যবসায়ী।

এ যেন আতঙ্কের মাঝেই আশার আশ্বাস। এখানে করোনা মানে ভয় নয়, আনন্দ। চোখে না দেখা জিনিস এখানে চেখে দেখতে পারবে…’আমরা লড়াই করব, করোনাকে হজম করব’।

Related posts

পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে খড় বোঝাই লরিতে আগুন

E Zero Point

চেন্নাই থেকে ১৩ জন আউশগ্রামের পরীযায়ী শ্রমিক আজ বাড়ী ফিরলেন

E Zero Point

ছড়া

E Zero Point

মতামত দিন