25/03/2025 : 5:38 AM
অন্যান্য

লকডাউনে মানসিক ভারসাম্যহীন যুবকের উৎপাত মঙ্গলকোটে

পরাগজ্যোতি ঘোষ, মঙ্গলকোট: একে লকডাউনে মানুষ “করোনার” ভয়ে গুটিয়ে গেছে, তারমাঝেই মঙ্গলকোটের জালপাড়ায় মানসিক ভারসাম্যহীন যুবকের তাণ্ডব। আজ হঠাৎ দুপুর দুটোর সময় এক বহিরাগত যুবক এসে তাণ্ডব চালায়। সারা গ্রামে ইঁট ছুঁড়তে ছুঁড়তে আসে সে। বাস স্ট্যান্ডে এসে রতন ঘোষ এবং রাজীব লোচন ব্যানার্জীর গাড়ির কাঁচ ভাঙচুর করে। লম্বা মাজি নামের এক গরীব টোটো চালকের সামনের কাঁচও ভেঙ্গে দেয়। পরে স্থানীয় মানুষজন ও সিভিক পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা যায় সুমন নামের ঐ যুবকটি নদীয়ার নতুন বার্নিয়া থেকে এসেছে তার জামাইবাবুর বাড়ি বালিডাঙ্গা গ্রামে চিকিৎসার কারণেই। তার জামাইবাবু ক্ষতিপূরণ দেওয়ার অঙ্গীকার করেন। মানসিক ভারসাম্যহীন যুবকটিকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

Related posts

“করোনা”য় কোরোনা ভয় কবি -কল‍্যানী চক্রবর্তী | আবৃত্তি – ব্রততী ঘোষ আলি

E Zero Point

শিক্ষকসংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী প্রদান

E Zero Point

হায়দ্রাবাদে থাকা বর্ধমানের অভুক্ত শ্রমিকদের কাছে খাবার পৌঁছে দিলো ডি.ওয়াই.এফ.আই

E Zero Point