27/05/2023 : 4:05 PM
অন্যান্য

লকডাউনে মানসিক ভারসাম্যহীন যুবকের উৎপাত মঙ্গলকোটে

পরাগজ্যোতি ঘোষ, মঙ্গলকোট: একে লকডাউনে মানুষ “করোনার” ভয়ে গুটিয়ে গেছে, তারমাঝেই মঙ্গলকোটের জালপাড়ায় মানসিক ভারসাম্যহীন যুবকের তাণ্ডব। আজ হঠাৎ দুপুর দুটোর সময় এক বহিরাগত যুবক এসে তাণ্ডব চালায়। সারা গ্রামে ইঁট ছুঁড়তে ছুঁড়তে আসে সে। বাস স্ট্যান্ডে এসে রতন ঘোষ এবং রাজীব লোচন ব্যানার্জীর গাড়ির কাঁচ ভাঙচুর করে। লম্বা মাজি নামের এক গরীব টোটো চালকের সামনের কাঁচও ভেঙ্গে দেয়। পরে স্থানীয় মানুষজন ও সিভিক পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা যায় সুমন নামের ঐ যুবকটি নদীয়ার নতুন বার্নিয়া থেকে এসেছে তার জামাইবাবুর বাড়ি বালিডাঙ্গা গ্রামে চিকিৎসার কারণেই। তার জামাইবাবু ক্ষতিপূরণ দেওয়ার অঙ্গীকার করেন। মানসিক ভারসাম্যহীন যুবকটিকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

Related posts

লকডাউনে অক্ষয় তৃতীয়া : মানব জীবনে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য

E Zero Point

কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী জন ধন যোজনার মহিলা অ্যাকাউন্টধারীদের ৫০০ টাকা নগদ হস্তান্তর

E Zero Point

করোনা লকডাউনে রাজ্যে রেশন বণ্টনে চূড়ান্ত অব্যবস্থা, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী নিলেন চরম পদক্ষেপ

E Zero Point