স্টাফ রিপোর্টার, মেমারিঃ গোটা পশ্চিম বঙ্গ আমাফান তান্ডবে ক্ষতিগ্রস্ত। পূর্ব বর্ধমানের মেমারিতেও আমফানের ঝড় ৯০ কিমি গতিবেগে শহরের উপর দিয়ে গিয়েছে, কোথাও গাছ পড়েছে তো কোথাও কাঁচাবাড়ীর চাল উড়ে গেছে। আজ মেমারি শহরে বিজেপি নগর কমিটির পক্ষ থেকে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রিপল বিতরণ করা হল। প্রায় ১২০টি পরিবারের পাশে দাঁড়ালেন নগর বিজেপির সভাপতি মানস কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক রাজা সিং এবং সকল বিজেপি কর্মীবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট