সংবাদ সংস্থাঃ করোনা সংক্রমণে রুখতে দেশজুড়ে চলছে লক ডাউন। কিন্তু লক ডাউনেও লাইন দিয়ে বিভিন্ন জায়গায় বয়স্ক মানুষরা পেনশন তুলছেন। আর এবার বয়স্ক মানুষদের কথা ভাবে নজিরবিহীন পদক্ষেপ ভারতীয় ডাকঘরের। করোনা আবহে বয়স্ক মানুষদের পেনশন ঘরে পৌঁছে দেবে ভারতীয় ডাক । যোগাযোগ ভবনে তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সে কথা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভয় কে জয় করার জন্য এবং মানুষের স্বার্থে ভারতীয় ডাক বিভাগ । পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বয়স্ক মানুষরা তাদের পেনশনের জন্য লাইনে দাড়িয়ে দীর্ঘক্ষন অপেক্ষা করেছে। তাই এবার আমরা এক পরিকল্পনা এবং পদক্ষেপ গ্রহণ করেছি । আমরা ঠিক করেছি বয়স্ক মানুষেদের পেনশন তাদের বাড়িতে আমরা পৌছে দেবো। যাদের বয়স ৮০ র ঊর্ধ্বে এবং যারা অসুস্থ তাদের জন্য আমরা এই ব্যবস্থা করেছি। ইতিমধ্যে বেসরকারি পরিবহন বান্ধব অন্যান্য পরিবহন এবং পুলকার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছি। পাশাপাশি এই পরিস্থিতিতে আমরা আমাদের আমাদের কর্মচারীদের নিরাপত্তাওদিচ্ছি ।এই পরিস্থিতে ভারতীয় ডাকঘর কখনোই বন্ধ হবে না।
পরের পোস্ট