07/05/2025 : 2:32 AM
অন্যান্য

বিবেকানন্দ ইয়ংস কর্ণারের অন্নদান

স্টাফ রিপোর্টার, মেমারিঃ  করোনা পরিস্থিতি মোকাবিলায় লকডাউन চলছে। প্রতিদিনের রোজগারে সংসার চালানো মানুষজনের সংসার চালানো দূরহ ব্যাপার হয়ে উঠছে। অসহায় পথবাসীরা দোকানপাট বন্ধ থাকায় তারাও সমস্যার সম্মুখীন।

এমতাবস্থা গত ২ এপ্রিল মেমারি চেকপোষ্টের বিবেকানন্দ ইয়ংস কর্ণারের সকল সদস্যরা একত্রে এলাকার দুঃস্থ মানুষদের মাংস-ভাত ও সাবান সহকারে মেমারি ষ্টেশন ও বাসষ্ট্যান্ডের পথবাসীদের।

এছাড়াও  অসহায় পরিযায়ী যে ৩৭জন শ্রমিক  বাগিলা পূর্ণ চন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরে এখন অস্থায়ীভাবে আছেন তাদেরও খাবারের ব্যবস্থা করা হয়।

বিবেকানন্দ ইয়ংস কর্ণারের পক্ষ থেকে জয়ন্ত সাহা জানান, যে প্রায় শতাধিক মানুষকে তারা খাবারে ব্যবস্থা করেন এবং পরিস্থিতির উপর নজর রেখে তারা ক্লাবের পক্ষ থেকে আরও কর্মসূচী গ্রহণ করা হবে।

Related posts

মাইক হাতে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

E Zero Point

বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

E Zero Point

বর্ধমান মেডিকেল ও ডেন্টাল কলেজের ডাক্তার-সহ সকলের রিপোর্ট নেগেটিভ

E Zero Point

মতামত দিন