ব্রততী ঘোষ আলি, সুরাতঃ গোটা দেশ জুড়ে করোনা আতঙ্কের জেরে লকডাউন করা হলেও গরীবদের অন্নসংস্থানের কোনো সঠিক সুরাহা হয়নি। তবে এই ব্যাপারে ভারত সরকার যথেষ্ট পরিমাণে পদক্ষেপ নিয়েছে। ঘোষণা করেছেন 1 লক্ষ 70 হাজার কোটি টাকার আর্থিক অনুদান। যেই অনুদানের বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে যাবে বিভিন্ন স্তরের মানুষের কাছে। তবুও ভারতের মত জনবহুল দেশে সরকারের একার পক্ষে করোনা মোকাবিলার পর্যাপ্ত অর্থরাশি দেশের অর্থভান্ডারে নেই। সেই জন্য প্রয়োজন বিশাল অর্থরাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল দেশবাসীকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেছেন।
সেই আবেদনে সাড়া দিয়ে গুজরাতের সুরাত শহরের বিশিষ্ট বাঙালি ব্যক্তিত্ব ও বেঙ্গল ক্লাবের প্রেসিডেন্ট রাকেশ চৌধুরী ব্যক্তিগতভাবে ২১ হাজার টাকা অনলাইন ট্রান্সাফার করেন পিএম কেয়ার ফান্ডে।
তিনি সুরাতের সমস্ত বাঙালিদের কাছে আবেদন রাখেন, দেশের এই পরিস্থিতিতে সকলে যেন ঘরের মধ্যেই সুরিক্ষত থাকুন এবং নিজদের সাধ্যমত দেশকে সাহায্য করুন। এব্যাপারে তিনি সুরাতের বিভন্ন ক্লাবকে এগিয়ে আসতে অনুরোধ করেন।