সংবাদ সংস্থাঃ এবার সারা দেশে টানা ৪০ দিনের লক ডাউন। প্রথমে ২১ দিন ও পরে ১৯ দিন। কিন্তু এই লক ডাউনের্কারণে অসুবিধায় সমস্ত শ্রমিক, দিন আনা দিন খাওয়া মানুষেরা। তাই এবার উত্তরপ্রদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা শ্রমিকদের তাদের রাজ্যে ফিরিয়ে নিয়ে আসা হবে। কারণ শ্রমিকরা অনেক কষ্টের মধ্যেই আছে, স্যোশাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছিল অনেকে পচা কলা কুড়িয়ে খাচ্ছে। এই সব দেখে আর বসে থাকা যায়, তাই এবার উত্তরপ্রদেশ সরকার তাদের রাজ্যের শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছে। জানা গেছে মোট ২১৮ জন শ্রমিক মোরাদাবাদ শিবিরে আটকে আছে, তাদের এবার উদ্ধার করার জন্য বাসের ব্যবস্থা। এই বাসের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখেই তৈরী করা হয়েছে সব।এদিকে মোরাদাবাদের শিবিরে দায়িত্বে থাকা এক অফিসার তেজ সিং জানিয়েছেন, সেখানে থাকা কর্মীদের ১৫ দিনের রেশন হাতে তুলে দেওয়া হয়েছে। সাথে তাদের শারীরিক মানসিক ভাবেও সুস্থ রাখার চেষ্টা চালানো হচ্ছে। তাদের স্বাস্থ্য পরীক্ষাও করা হচ্ছে। এদিকে তারা যাতে নেশা থেকে দূরে থাকে সেই দিকেও খেয়াল রাখা হচ্ছে।এদিকে স্যানিটাইজের ব্যবস্থাও রাখা হচ্ছে, পরিষ্কার পরিচ্ছনতাকে গুরুত্বদেওয়া হচ্ছে। এবার তাদেরই ফিরিয়ে আনতে বিশেষ বাসের ব্যবস্থা করছে সরকার। কিন্তু শ্রমিকেরা এখন চিন্তায়, তাদের কর্মহীনতার জন্য।
পূর্ববর্তী পোস্ট