19/04/2024 : 7:26 AM
অন্যান্য

গুসকরার প্রসিদ্ধ ব্যবসায়ী অসহায়দের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন

সৌগত গুপ্ত, গুসকরাঃ করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনের সময়সীমা কি বাড়ানো হবে? নাকি ১৪ এপ্রিলের পর দেশ থেকে তুলে নেওয়া হবে লকডাউন। এই প্রশ্নই এখন সবার মুখে মুখে। চিন্তা বেড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষের মনে। এমতাবস্থায় পূর্ব বর্ধমান জেলার গুসকরা পৌরসভার ৭ নং ওয়ার্ডের মাঝি পাড়া এবং আনন্দবাজারের প্রায় ১০০ বিপর্যস্ত পরিবারের হাতে চাল, ডাল, মুড়ি, আলু, নুন, বিস্কুট খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল প্রসিদ্ধ ব্যবসায়ী ভোলা বনিকের উদ্দ্যোগে। তিনি বলেছেন যে, এই সঙ্কটজনক পরিস্থিতিতে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে প্রত্যেকে খুব খুশি, মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছেন এবং গুসকরা পৌরসভার অন্যান্য ওয়ার্ডে যাতে এই ভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, তাই বিভিন্ন সংগঠন, চাকুরিজীবী ও ব্যবসায়ীদের এগিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে ।

Related posts

আজ পবিত্র শবেবরাত

E Zero Point

জম্মু ও কাশ্মীরের হান্দওয়াড়ায় কর্নেল, মেজর সহ শহিদ ৫, খতম দুই জঙ্গিঃ শহীদদের বলিদান ভুলবে না দেশ-প্রধানমন্ত্রী

E Zero Point

জিরো পয়েন্টে খবর প্রকাশিত হবার পরই গুসকরায় প্রশাসনের নজরদারি

E Zero Point

মতামত দিন