বিশেষ সংবাদদাতাঃ করোনা পরিস্থিতি মোকাবিলায় লকডাউনের পরিস্থিতি গৃহবন্দী অসংখ্য ছাত্রছাত্রী। ফলে ছাত্রছাত্রীরা পড়েছেন গভীর সংকটে। ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে এই স্কুল ছুটির মুহূর্তে ২০২০-২১ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে ও ছাত্রছাত্রীদের যেন এই মুহূর্তে পড়াশোনার ছেদ না ঘটে তাই গত ২৮ শে মার্চ সন্ধ্যা ৭ টা থেকে ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির অফিসিয়াল ফেসবুক পেজে শুরু হয়েছে ফেসবুক ডিজিটাল ক্লাস। ক্লাস নেবে SFI প্রাক্তনী কর্মী যারা বর্তমানে শিক্ষক ও বর্তমান এর স্কলার্স ছাত্র কর্মীরা । এছাড়াও নির্দিষ্ট Whapsapp নম্বরে এর মাধ্যমে ছাত্রছাত্রীরা চাইলেই পাবে স্টাডি মেটিরিয়াল।
জেলা সম্পাদকের অনির্বান রায় চৌধুরী জানান যে এই সংকটময় পরিস্থিতিতে আমাদের ছাত্রছাত্রীদের পাশে দাড়ানোটাই হল মূল কাজ তাই ছাত্র দের পাশে থেকে তাদের এই ঘরবন্দি অবস্থায় যে কোন ভাবে সাহায্য করার জন্যই এই বিকল্প ফেসবুক লাইভের মাধ্যমে ডিজিটাল ক্লাস চালুর সিন্ধান্ত। এছাড়াও জেলার অভ্যন্তরে যে কোন ছাত্রের যেকোন অসুবিধায় পাশে দাড়ানোর জন্য আমরা হেল্প লাইন ডেস্কও করা হয়েছে।
ফেসবুক পেজে : https://www.facebook.com/SFIpurbabdndc/