11/12/2024 : 9:54 AM
অন্যান্য

লকডাউনের মাঝেই মঙ্গলকোটের বালিডাঙ্গা গ্রামে পুড়ে ছাই জনমজুরের ভিটে

পরাগজ্যোতি ঘোষ; মঙ্গলকোট: লকডাউনের মধ্যেই রান্নার সময় গ্যাসের পাইপ লিক করে ভয়াবহ আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল পশ্চিম মঙ্গলকোটের বালিডাঙ্গার বাসিন্দা বোধন মাঝির বসত বাড়ি। আজ সকালে হঠাৎ রান্না করার সময় আগুন লেগে যায়। রান্না করছিলেন বোধন মাজির স্ত্রী তুলসী মাজি। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সারা বাড়িতে। পাড়ার লোকজনেরা তড়িঘড়ি জলের ব্যবস্থা করে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন এতখানি ছড়িয়ে যায় যে তাদের কিছুই করার থাকে না। ক্ষেত মজুর বোধন এক কথায় নিঃস্ব হয়ে গেল। বৌ তুলসীর বুকফাটা কান্না জানান দেয় যে তাদের মাথার এক মাত্র ছাদ টুকু চলে গেল। বৌকে নিয়ে বোধন আলাদাই থাকেন। ছেলেরা পাশেই থাকেন। যতদিন না মাথা গোঁজার কোন ব্যবস্থা হয় ততদিন ছেলেদের কাছেই থাকবেন বলেন বোধন। বাড়ির সমস্ত চাল, আলু, জামা-কাপড় ও জমানো কিছু নগদ টাকা সব ভস্মীভূত হয়ে গেল। এই লকডাউনে একে তো কাজ নেই তেমন। এ সময় যদি কোনো সরকারী অনুদান তাদের ভাগ্যে জোটে হয়তো বেঁচে যাবে বোধন ও তার বৌ তলসী। গ্রামের সহৃদয় মানুষজনরা বোধনের এই দুর্দিনে পাশে রয়েছেন।

Related posts

ছাগলের অস্বাভাবিক মৃত্যুর সন্দেহ গিয়ে পরেছিল ঠিকাদারের উপর, গালিগালাজ করায় গলা কেটে খুন করা হয় প্রৌঢ়াকে, পোলবা খুনে চাঞ্চল্যকর তথ্য

E Zero Point

গুসকরা শহরে “সামাজিক দূরত্ব” না মেনেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে টাকা তোলার লম্বা লাইন

E Zero Point

১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা, করোনার ভয়ে বাতিল ২৩-২৫ মার্চের পরীক্ষা

E Zero Point

মতামত দিন