নিজস্ব সংবাদদাতাঃ আজ মেমারি ক্রিষ্টাল মডেল স্কুলের পক্ষ থেকে স্কুল সংলগ্ন এলাকা সিমলা গ্ৰামে শতাধিক পরিবারের পাশে থেকে সামাজিক দায়িত্ব পালন করলেন। স্কুলের পক্ষ থেকে পরিবার প্রতি ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ৫০০ গ্ৰাম বেসন, ৫০০গ্ৰাম সরিষার তেল ইত্যাদি দিয়ে এলাকার মানুষকে সহায়তা করেছেন। করোনা আতঙ্কের সময় ও লকডাউনের পরিস্থিতিতে ক্রিষ্টাল মডেল স্কুলের এই উদ্দ্যোগকে গ্রামবাসীরা স্বাগত জানিয়েছেন। স্কুলের চেয়ারম্যান প্রফেসর সৌভিক রায়চৌধুরী ও শিক্ষক ও শিক্ষা কর্মী গন উপস্থিত থেকে এলাকার প্রতিটি মানুষকে এই করোানার এই মহামারীতে সাধারণ মানুষের কি করনীয় ও কিভাবে রোগকে দমন করতে হবে তার বোঝানো হয়।
পূর্ববর্তী পোস্ট