30/10/2024 : 3:16 AM
অন্যান্য

মেমারির সিমলা গ্ৰামের অসহায় মানুষের পাশে ক্রিষ্টাল মডেল স্কুল

নিজস্ব সংবাদদাতাঃ আজ মেমারি ক্রিষ্টাল মডেল স্কুলের পক্ষ থেকে স্কুল সংলগ্ন এলাকা সিমলা গ্ৰামে শতাধিক পরিবারের পাশে থেকে সামাজিক দায়িত্ব পালন করলেন। স্কুলের পক্ষ থেকে পরিবার প্রতি ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ৫০০ গ্ৰাম বেসন, ৫০০গ্ৰাম সরিষার তেল ইত্যাদি দিয়ে এলাকার মানুষকে সহায়তা করেছেন। করোনা আতঙ্কের সময় ও লকডাউনের পরিস্থিতিতে ক্রিষ্টাল মডেল স্কুলের এই উদ্দ্যোগকে গ্রামবাসীরা স্বাগত জানিয়েছেন। স্কুলের চেয়ারম্যান প্রফেসর সৌভিক রায়চৌধুরী ও শিক্ষক ও শিক্ষা কর্মী গন উপস্থিত থেকে এলাকার প্রতিটি মানুষকে এই করোানার এই মহামারীতে সাধারণ মানুষের কি করনীয় ও কিভাবে রোগকে দমন করতে হবে তার বোঝানো হয়।

Related posts

করোনা সঙ্কটে মেমারির গর্ব টিম আঁচল

E Zero Point

করোনায় কেন্দ্রের প‍্যাকেজ ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার

E Zero Point

২০ এপ্রিল থেকে খুলে যাচ্ছে কোন কোন পরিষেবা? দেখে নিন নতুন তালিকা

E Zero Point

মতামত দিন