শেখ নিজাম আলম, গলসীঃ গতকাল ঝড়ে গলসির পোতনা গ্রামে বেশ কিছু ক্ষেতমজুরের বাড়ীর ছাউনি উড়ে চলে গেছে বলে জানা যায়। শুধু ছাউনি নয়, এমনকি কারও বাড়ী ঝড়ের দাপটে ভেঙে পড়ে গেছে বলেও খবর পাওয়া গেছে। তাছাড়া টিউব কলও পড়ে গেছে ঝড়ের দাপটে। তারা সকলেই ক্ষেতমজুর। এই দূঃস্থ পরিবারদের পাশে দাড়িয়েছেন গলসি ১ নং ব্লকের তৃণমূল যুব সভাপতি পার্থ মন্ডল। এই দূঃস্থ পরিবারদের পাশে থেকে তাদের বাড়ী মেরামতের প্রচেষ্টা করছেন পার্থবাবু। অসময়ে এই নেতা পাশে থাকাতে খুশী এলাকার মানুষ। বিকাশ বাগ্দী, উত্তম বাগ্দী প্রমূখরা জানান, প্রচন্ড ঝড়ে যখন আমাদের এ্যাডভেস্টর,কিংবা খড়ের চাল উড়ে যায়,তখন প্রাণ বাঁচাতে আশ্রয় নিই পাশের বাড়ীতে। ঝড়শেষে দেখি,কারও দেওয়াল পড়ে গেছে,কারও ছাউনি সম্পূর্ণ উড়ে গেছে,কারও জলের টিউব কল পড়ে গেছে। পুরসা গ্রামেও ডাবু মল্লিকের বাড়ীর টিনের ছাউনি সম্পূর্ণ উড়ে চলে গেছে বলে জানা যায়। পোতনা পুরসা গ্রাম পঞ্চায়েতের অধীনে এই গ্রামগুলি অবস্থিত। পঞ্চায়েত প্রধান বিলকিস বেগম জানান,আমাদের কাছে লিখিত অভিযোগ এলে এবং তা ক্ষতিয়ে দেখে যেভাবে সহযোগিতার করার,তা করা হবে।
পূর্ববর্তী পোস্ট