30/10/2024 : 4:49 AM
অন্যান্য

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-৪

কুইজ প্রতিযোগিতা-৩ এর সঠিক উত্তরদাতা

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-৪

গত ১৪ মে থেকে শুরু হয়েছে জিরো পয়েন্ট এর একটি কুইজের বিভাগ। “কুইজের খোঁজ খবর” ও ” কুইজ প্রতিযোগিতা”। প্রতিদিন কিছু বিষয়ে কুইজের খোঁজ খবর দেবো আমরা ও তার সাথে থাকবে একটি প্রশ্ন। যার উত্তর আমাদের ওয়াটসঅ্যাপ 7797331771  নাম্বারে  পাঠাতে হবে।

নিয়মাবলীঃ


১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিনের প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ৮টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি
ওয়াটসঅ্যাপ 7797331771


কুইজ প্রতিযোগিতা-৩- উত্তর

প্রশ্নঃ প্রথম কোন বন্ড সিনেমার শুটিং ভারতে হয়?
উত্তরঃ – অক্টোপুসি (Octopussy)

সঠিক উত্তরদাতা

সকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। পেজটি আপনার টাইমলাইনে শেয়ার করুন ও আমাদের ফেসবুক পেজ Zero Point- জিরো পয়েন্ট লাইক করুন।


কুইজের খোঁজ খবর-৩

বিশ্বজুড়ে করোনা অতিমারীর আতঙ্ক। ভারত জুড়ে লকডাউন। বড় অসময়ে আমাদের থেকে বিদায় নিলেন বিশিষ্ট অভিনেতা ইরফান খান। ৩০ বছরেরও বেশি দীর্ঘ অভিনয় জীবনে হিন্দি সিনেমার পাশাপাশি কা জ করেছেন ইংরাজি ও বাংলা সিনেমাতেও। বাঙালি স্ত্রী, বাংলা সিনেমা, কোলকাতায় শুটিং- বাঙালির বেশ কাছের মানুষ হয়ে উঠেছিলেন ইরফান।

আজকের বিষয়ঃ ইরফান খান

১। ইরফানের আসল নাম কি?
– সাহাবজাদে ইরফান আলি খান।

২। ইরফান কোন সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেন?
– সালাম বোম্বে (১৯৮৮)

৩। এমএ পাশ করার পর কোন প্রতিষ্ঠানে অভিনয় শিক্ষার জন্য স্কলারশিপ জোগাড় করেন?
– National School of Drama (NSD), New Delhi

৪। অভিনয় কেরিয়ার শুরুর আগে ইরফান কোন পেশায় ছিলেন?
– এয়ার কন্ডিশনার মেকানিক।

৫। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা Slumdog Millionaire-এ ইরফান একজন পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় অভিনয় করেন। এই সিনেমাটি মোট দশটি বিভাগে অস্কারের জন্য মনোনীত হয়, পুরস্কার পায় আটটিতে। সিনেমার পরিচালক কে ছিলেন?
– ড্যানি বয়েল (Danny Boyle)

৬। কত সালে ইরফান পদ্মশ্রী সম্মান পান?
– ২০১১

৭। ইরফান শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় পুরস্কার পান কোন সিনেমায় অভিনয়ের জন্য?
– পান সিং তোমর

৮। ২০১৭ সালে বাংলাদেশ-ভারতবর্ষের যৌথ প্রযোজনায় মোস্তফা সারওয়ার ফারুকির পরিচালনায় ইরফান একটি সিনেমায় অভিনয় করেন। আব্দুল আজিজ, হিমাংশু ধানুকার সাথে ইরফান নিজে এই সিনেমার প্রোডিউসার ছিলেন। বাংলা ও ইংরাজি দুটি ভাষায় এই সিনেমাটি মুক্তি পায়। বাংলা সংস্করণের নাম ছিল ‘ডুব’। ইংরাজি সংস্করণটির কি নাম?
– No Bed of Roses

৯। সুজিত সরকার পরিচালিত ‘পিকু’ (২০১৫) সিনেমায় ইরফানের চরিত্রটির নাম কি ছিল?
– রানা চৌধুরী

১০। “The Jungle Book” সিনেমার হিন্দি ডাবিং-এ কোন চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন ইরফান?
– বালু (Baloo)

কুইজ প্রতিযোগিতা-৪


পাঠকের জন্য প্রশ্নঃ

ইরফানের স্ত্রী একজন বাঙালি যাঁর সাথে ইরফানের পরিচয় National School of Drama-তে প্রশিক্ষণ নেওয়ার সময়। তাঁর নাম কি?


সঞ্চালকঃ অপূর্ব কুমার সু


 

Related posts

সাপ্তাহিক লকডাউনে মেমারি থানার কড়া ব‍্যবস্থা

E Zero Point

রাশিয়ার করোনা ভ্যাকসিন বাজারে ছাড়লো

E Zero Point

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২১ হাজার টাকা দান করলেন সুরাতের বেঙ্গল ক্লাবের প্রেসিডেন্ট রাকেশ চৌধুরী

E Zero Point

মতামত দিন