23/05/2024 : 11:56 AM
অন্যান্য

প্রাক্তণ প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর অবস্থা স্থিতিশীল

বিশেষ সংবাদঃ প্রাক্তণ প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে এইমস সূত্রে জানা গেছে। কোভিড-১৯ পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে। গতকাল রাতে বুকে ব্যথা ও জ্বর নিয়ে রবিবার রাতে এইমস-এ ভর্তি হন। তবে  বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, সেগুলির কয়েকটির রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে এবং দু-একদিনের মধ্যে তিনি ছাড়া পেয়ে যাবেন বলে খবর।

Related posts

জিরো পয়েন্ট রবিবারের আড্ডা | রতন নস্কর | মুস্তারী বেগম | দিলীপ সাঁতরা | ইব্রাহিম সেখ | আঞ্জুমনোয়ারা আনসারী

E Zero Point

দেশের মধ্যে মৃত্যুহার সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গেঃ কেন্দ্রীয় রিপোর্ট

E Zero Point

পাঠকের কলম : লকডাউনে সামাজিক দূরত্ব থাকুক দুটি শরীরের মধ্যে, বুদ্ধিজীবি ও শ্রমজীবির মানসিকতার মধ্যে নয়

E Zero Point

মতামত দিন