09/12/2023 : 2:57 PM
অন্যান্য

মেমারিতে পরীযায়ী শ্রমিকদের জন্য সিপিআইএম-এর অবস্থান বিক্ষোভ

নূর আহামেদ, মেমারিঃ গত ১৬ মে মেমারি চকদিঘী মোড়ে পরীযায়ী শ্রমিকদের জন্য সিপিআইএম নেতৃত্ব রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। সিপিআইএমের মেমারি এক পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সুকান্ত কোঙার, অভিজিৎ কোঙার, প্রশান্ত কুমার,  পীযুষ বিশ্বাস, অমিতাভ চৌধুরী, পিন্টু ভট্টাচার্য সহ বিশিষ্ট সিপিআইএম নেতারা।

মূলত পরীযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর বিভিন্ন দাবী ও করোনা পরিস্থিতির মোকাবিলায় রাজ্যের ব্যর্থতার পোষ্টার নিয়ে সামাজিক দূরত্ব রেখে এই প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়।

Related posts

প্রধানমন্ত্রী কেদারনাথ ধামে উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করেছেন

E Zero Point

রমজানঃ মুক্তির মাস

E Zero Point

ভারতে আটকে পড়ার বিষয়ে পোর্টালে প্রথম ৫ দিনে ৭৬৯ জন বিদেশী পর্যটকের নাম নথিভুক্তকরণ

E Zero Point

মতামত দিন