13/09/2024 : 5:11 AM
অন্যান্য

মেমারিতে পরীযায়ী শ্রমিকদের জন্য সিপিআইএম-এর অবস্থান বিক্ষোভ

নূর আহামেদ, মেমারিঃ গত ১৬ মে মেমারি চকদিঘী মোড়ে পরীযায়ী শ্রমিকদের জন্য সিপিআইএম নেতৃত্ব রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। সিপিআইএমের মেমারি এক পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সুকান্ত কোঙার, অভিজিৎ কোঙার, প্রশান্ত কুমার,  পীযুষ বিশ্বাস, অমিতাভ চৌধুরী, পিন্টু ভট্টাচার্য সহ বিশিষ্ট সিপিআইএম নেতারা।

মূলত পরীযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর বিভিন্ন দাবী ও করোনা পরিস্থিতির মোকাবিলায় রাজ্যের ব্যর্থতার পোষ্টার নিয়ে সামাজিক দূরত্ব রেখে এই প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়।

Related posts

পশ্চিম মঙ্গলকোটে বর্ষবরণ

E Zero Point

ইতালিতে কমতে শুরু করেছে করোনায় মৃত্যুর সংখ্যা

E Zero Point

বেনাচিতি হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের ত্রাণ বিলি

E Zero Point

মতামত দিন