পরাগজ্যোতি ঘোষ, মঙ্গলকোটে: ভয়ঙ্কর মটরভ্যান দুর্ঘটনায় প্রাণ হারালেন মঙ্গলকোটের গতিষ্ঠা গ্রামের নসরৎ ইসলাম। আজ ভোর রাতে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষক মহম্মদ নাসারাৎতুল্লা জানান, তিনি দুর্ঘটনাস্থলের পাশেই থাকেন। ষষ্ঠ রমজানের সেহরী খেয়ে ফজরের – নামাজ পড়ে ভোর চারটা নাগাদ এক হৃদয় বিদারক আর্তনাদ শুনে তিনি বাড়ীর বাইরে ছুটে আসেন। দেখেন এক ব্যক্তি পাগলের মত ছুটে আসছেন। সে জানায় অজানা এক গাড়ির ধাক্কায় একজন রাস্তার ধারে ছিটকে পড়ে আছে। ব্যক্তিটি হল গতিষ্ঠা গ্রামের। সকালে সে মটরভ্যানে করে আলু নিয়ে যাচ্ছিল গুসকরায়। হঠাৎ একটি অজানা গাড়ি ঐ ভ্যানটিকে পেছন দিক থেকে এসে ধাক্কা মেরে পালায়। মটরভ্যানটি ছিটকে পড়ে যায় পার্শ্ববর্তী পুকুরে। নিহত নসরৎ চাপা পড়ে ছিল আলুর বস্তার নীচে। শিক্ষক মহাশয় তাঁকে উদ্ধার করে একটি মারুতি গাড়িকে দাঁড় করিয়ে – আহত ব্যক্তিকে তাঁর বাড়ির লোকজনের সঙ্গে মঙ্গলকোট বি. পি. এইচ. সি. তে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ময়না তদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলকোট থানায় একটি এফ. আই. আর. দায়ের করা হয়েছে। মৃত যুবকের স্ত্রী ও চার বছরের এক শিশু সন্তান রয়েছে। এমতাবস্থায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি চলে যাওয়ার ফলে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে বলে জানান প্রতিবেশী শিক্ষক মহম্মদ নাসারাৎতুল্লা।
পূর্ববর্তী পোস্ট