সৌগতগুপ্ত, গুসকরাঃ আউশগ্রাম ১নং ব্লকের বসন্তপুরে ১৯৮৩ সালে বাম আমলে কংগ্রেস করতে গিয়ে সিপিএমের হাতে খুন হয়ে ছিলেন ৪ জন কংগ্রেস কর্মী । ইসমাইল, জামসেদ, আলাই, জোরমান এই ৪ শহীদ পরিবারের হাতে চাল, ডাল, তেল, লবন, সাবান, সব্জি এবং ঐ গ্রামে প্রায় ২০০ টি পরিবারের হাতে খাদ্য সমাগ্রী তুলে দিলেন আউশগ্রাম বিধানসভার বিধায়ক, অভেদানন্দ থান্দার এবং একই দিনে গুসকরা পৌরসভার ৫নং ওয়ার্ডের বিপর্যস্ত মানুষের হাতে চাল তুলে দিলেন বিধায়ক । বিধায়কের এই ভূমিকায় শহীদ পরিবার গুলি অত্যন্ত খুশি হয়েছেন এই দুঃসময়ে তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য । উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সালেক রহমান, ব্লক কার্যকারী সভাপতি প্রশান্ত গোস্বামী ।
পূর্ববর্তী পোস্ট