স্টাফ রিপোর্টার, মেমারিঃ মেমারি থানা এলাকায় পর পর দুজনের করোনা পজিটিভ পাওয়া গেল, মানুষ একটু আতঙ্কের মধ্যে আছে এই নিয়ে। মেমারি শহরে লকডাউন কিছুটা শিথিল করা হয়েছিল কিন্তু সোমেশ্বরতলায় করোনা পজিটিভ পাওয়ার পর, মানুষ নিজে থেকেই সজাগ হয়েছেন। লকডাউন পরিস্থিতিতে দিনমজুর ও নিম্নবিত্তের সমস্যাও প্রবল হচ্ছে। এই সঙ্কটকালীন সময়ে মেমারি পৌরসভার ১৩নং ওয়ার্ড কমিটির সন্তু নায়েক ও তার সহযোগীরা ৩৫০ দুঃস্থ পরিবারে খাদ্যসামগ্রী দান করলেন। মেমারি পৌরসভার ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলার বিদ্যুৎ দে, জয়প্রকাশ সিং ছাড়াও ওয়ার্ড কমিটির সদস্যরা সমগ্র ত্রাণ বিলি কর্মসূচীটি সুষ্ঠভাবে সামাজিক দূরত্ব মেনে সম্পন্ন করেন।
১৩নং ওয়ার্ড কমিটির সদস্য সন্তু নায়েক জানান যে, কিছুদিন আগে বিহারের ৩০ জন পরীযায়ী শ্রমিককে মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জীর সহযোগিতায় ও পুলিশ অফিসার শান্তনু রায় চৌধুরী উপস্থিতিতে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। লকডাউন পরিস্থিতিতে মানুষের পাশে সবসময় ১৩ নং ওয়ার্ডের তৃণমূল কর্মীর সহযোগিতা করে যাবে বলে জানান।