26/04/2024 : 11:37 PM
অন্যান্য

করোনা ভাইরাসের উত্তরোত্তর বৃদ্ধি, তবু হুঁশ ফেরেনি কালনার আমজনতার

সত্যনারায়ন সিকদার, কালনা, ২২ জুলাই:


মারন ভাইরাস থাবায় জেরবার রাজ্য, তবু হুঁশ ফেরেনি জেলাগুলির | লকডাউনের সময়ে বিভিন্ন অছিলায় আমজনতা যে যার মতো বেরিয়ে পড়ছে | এই রকমই ছবি উঠে এল কালনা শহরে | আজও মাক্স ছাড়া ও মাক্স পড়লেও বিনা কারণে রাস্তায় বেরোচ্ছে অনেকেই
করনা ভাইরাসের চেন ভাঙতে সন্ধ্যে থেকে লোকডাউন ঘোষণা করেছিল কালনা মহকুমা শাসক, তাই সন্ধ্যে থেকে কড়া পদক্ষেপ নিতে শুরু করলো কালনা থানার পুলিশ | বেহস্পতিবার সকাল হতেই শুনশান কালনা শহর | কালনার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কালনা থানার পুলিশ | বিনা কারণে রাস্তায় বেরোলে আটক করা হচ্ছে জনসাধারণকে।


বন্ধ বাজার হাট দোকানপাট, মোড়ে মোড়ে সজাগ রয়েছে কালনা থানা পুলিশ | মাস্ক ছাড়া ও বিনা কারণে বেরোলেই জুটবে পুলিশের হুঁশিয়ারি ও আটক | লকডাউনের শেষ ল্যাপে কথা শুনবে না পুলিশ |
অকারণে রাস্তায় দেখলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা | প্রশাসনের তরফ থেকে বার বার সতর্ক করা সত্বেও বাগে আসেনি কালনা শহর | লকডাউনের গুরুত্ব বোঝাতে মাইক নিয়ে প্রচার করেছে পুলিশ | পুরসভাগুলির তরফেও সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে |
কিন্তু কিন্তু কে শোনে কার কথা,এখনও অনেক লোক যারা করোনা ভাইরাস কে গুরুত্ব না দিয়ে যত্রতত্র রাস্তায় বেরিয়ে পড়ছে | লকডাউনের রাস্তাকে প্রতিনিয়ত আড্ডার জায়গা মনে করছে তারা | মেইন রোডে এসব না হলেও পাড়ার অলিতে গলিতে এখনও কান পাতলেই শোনা যাচ্ছে জমাটি আড্ডা |

সূত্রের খবর, বিকেলের পর থেকেই কার্যকর হওয়া লকডাউনেই কড়া নজর থাকবে পুলিশের | এ জন্য রাস্তায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে | বিভিন্ন জায়গায় নাকা চেকিংও করা হয়েছে | প্রয়োজন ছাড়া রাস্তায় কোনও গাড়ি বেরিয়েছে কি না তাও খতিয়ে দেখছে কালনা থানার পুলিশ | একই সঙ্গে পেট্রলিং কারের মাধ্যমেও রাস্তায় রাস্তায় নজরদারি চালানো হবে বলে পুলিশ সূত্রে খবর। অযথা-অকারণ কোনও জমায়েত দেখলে ব্যবস্থা নিতে পুলিশ পিছপা হবে না বলেও পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে | লকডাউনের মধ্যেও শহরের বিভিন্ন জায়গায় অযথা জমায়েত, জটলা না করার বিষয়ে প্রচার চালানো হচ্ছে পুলিশের তরফে |

Related posts

আউশগ্রামে বিধায়কের বৃক্ষরোপন

E Zero Point

e-জিরো পয়েন্ট – বৈশাখী ১৪২৭

E Zero Point

মোদী অন টিভিঃ লাইভ ~ কিছুই অসম্ভব নয়, কিছুই কঠিন নয়, করোনাকে আমরা হারাবো

E Zero Point

মতামত দিন