18/09/2024 : 8:16 PM
অন্যান্য

মেমারি পুলিশ থেকে অভাবীদের সাহায্য করলেন

নূর আহমেদ, মেমারি: আজ বিকালে মেমারি থানায় মেমারি পুলিশের পক্ষ থেকে কিছু খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় অভাবী মানুষদের হাতে। করোনা সঙ্কটে শহরের লকডাউন পরিস্থিতিতে অনেক দোকান বন্ধ, অভাবী মানুষরা দিন আনে দিন খায়। তারা যেন দুমুঠো রোজ খেতে পারেন সেই লক্ষ্যে মেমারি থানার সম্মিলিত প্রচেষ্টায় আজ চাল, ডাল, তেল ও অন্য কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। উক্ত প্যাকেটগুলো অভাবীদের হাতে তুলে দেন অভিজিত মুখার্জী, সঞ্জয় সিং, বুদ্ধদেব ঘোষ, শান্তনু রায় চৌধুরী, তুলিকা মন্ডল,  হিন্দোল মল্লিক প্রমুখ।

Related posts

আমফান- এর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে ভারত সেবাশ্রম সংঘ

E Zero Point

বিবেকানন্দ ইয়ংস কর্ণারের অন্নদান

E Zero Point

মিথ্যে প্রচার করছে ভারত, ভারতীয় সংবাদ মাধ্যমকে চিনের দোষারোপ

E Zero Point