05/12/2023 : 8:50 PM
অন্যান্য

মেমারি পুলিশ থেকে অভাবীদের সাহায্য করলেন

নূর আহমেদ, মেমারি: আজ বিকালে মেমারি থানায় মেমারি পুলিশের পক্ষ থেকে কিছু খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় অভাবী মানুষদের হাতে। করোনা সঙ্কটে শহরের লকডাউন পরিস্থিতিতে অনেক দোকান বন্ধ, অভাবী মানুষরা দিন আনে দিন খায়। তারা যেন দুমুঠো রোজ খেতে পারেন সেই লক্ষ্যে মেমারি থানার সম্মিলিত প্রচেষ্টায় আজ চাল, ডাল, তেল ও অন্য কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। উক্ত প্যাকেটগুলো অভাবীদের হাতে তুলে দেন অভিজিত মুখার্জী, সঞ্জয় সিং, বুদ্ধদেব ঘোষ, শান্তনু রায় চৌধুরী, তুলিকা মন্ডল,  হিন্দোল মল্লিক প্রমুখ।

Related posts

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং হাসপাতালে ভর্তি

E Zero Point

সারা বাংলা সহ গুজারাতেও অসহায় মানুষদের পাশে হালিশহরের “আত্মদীপ”

E Zero Point

রসুলপুরের অসহায় মানুষের পাশে সাহেববাগান সবুজ সংঘ

E Zero Point