বিশেষ সংবাদদাতা, মেমারিঃ আজ লকডাউনের চতুর্থ দিনে মেমারি পৌরসভার উপ-পুরপিতা সুপ্রিয় সামন্ত শহর পরিদর্শনে বেড়িয়ে মানুষকে সচেতন করেন। আজও কিছু জায়গায় মানুষের অসেচতনতা ধরা পড়ে ক্যামেরার লেন্সে। এখনও সময় আছে আমরা খুব প্রয়োজন ছাড়া যেন ঘর থেকে রাস্তার না আসি।
ছবিঃ নূর আহমেদ