24/03/2023 : 11:18 AM
অন্যান্য

কুলগড়িয়া গার্লস হাই মাদ্রাসায় অভিভাবকদেরকে ত্রাণ সহযোগিতা

সেখ নিজাম আলম, গলসীঃ আজ পুর্ব বর্ধমান জেলার গলসী ২ ব্লকের কুলগড়িয়া গার্লস হাই মাদ্রাসায় ছাত্রীর অভিভাকদের হাতে ত্রাণ সহযোগিতা করা হয়। ঐ মাদ্রাসার শিক্ষিকা মন্ডলী এবং বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম সংগঠনের যৌথ উদ্দ্যোগে ও অর্থানুকুল্যে করোনা লকডাউন কারনে দুঃস্থ, দুর্দশা গ্রস্থ পরিবারের ২৫৭ জন ছাত্রীর অভিভাবকদের হাতে সিমাই,সরষে তেল, চিনি, মুসুরডাল, ময়দা, সোয়াবিন, সাবান, লবন ইত্যাদি ত্রান সামগ্রী তুলে দেওয়া হয়।তুলে দেন পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি শম্পা ধারা,’আওয়াজ’ সংগঠনের রাজ্য সম্পাদক ও প্রাক্তন সাংসদ অধ্যাপক সাইদুল হক, ফোরামের প্রতিষ্টাতা সভাপতি ইশরারুল হক মন্ডল, প্রধান শিক্ষিকা খন্দেকার কিসমাত আরা, সহ শিক্ষিকা সুস্মিতা দে ,সাহানা আফরোজ এবং বিদ্যালয় সভাপতি সামিউল হক প্রমুখ। এই ত্রাণ পেয়ে খুশী এলাকার অভিভাবকরা।

Related posts

সাধারণ ভুল যেগুলো রমজানের সময় আমরা করে থাকি – তৃতীয় পর্ব

E Zero Point

আরও কঠিন হচ্ছে পরিস্থিতি, দেশে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়ালো

E Zero Point

আগামী সোমাবার থেকে গ্রীনজোনের লকডাউন শর্তাধীন শিথিলঃ ২০ জন যাত্রী নিয়ে চলবে বাস

E Zero Point

মতামত দিন