18/09/2024 : 8:18 PM
অন্যান্য

রক্ত সংকট মেটাতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভাতারে রক্তদান শিবির

আমিরুল ইসলাম, ভাতারঃ পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে সাহেবগঞ্জ-১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ কাশিপুর প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। বর্তমানে করোনা ভাইরাসের জেরে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের টান দেখা দিয়েছে। সেই রক্তের টান মেটাতে সাহেবগঞ্জ এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ।

ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা মান গোবিন্দ অধিকারী জানান, ব্ল্যাডব্যাঙ্কের রক্ত সংকট মেটাতে আমাদের এই উদ্যোগ আগামীতেও বেশ কয়েকটি অঞ্চলে আমাদের এই রক্তদান শিবির হবে। আজ তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীরা এসেছেন আমাদের এই রক্তদান শিবিরে। মোট ৪০ জন রক্তদাতার রক্ত নেওয়া হল আজ যদিও আমাদের বহুসংখ্যক কর্মী হাজির হয়েছেন রক্ত দিতে  কিন্তু লকডাউনের বিধিনিয়মের জন্য জন্য ৪০ জনের বেশি রক্ত নিতে পারবেন না বর্ধমান মেডিকেল কলেজ।
উক্ত রক্তদান শিবিরে উপস্থিত রয়েছেন ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, বিশিষ্ট সমাজসেবী অশোক হাজরা, রাজা কার্ফা, তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা মান গোবিন্দ অধিকারী, সঞ্জয় মন্ডল।

Related posts

ভিডিওতে দেখুন – লকডাউনের দিনে মেমারিতে পুলিশি অভিযান

E Zero Point

জনস্বাস্থ্য সুরক্ষায় রোজার ভূমিকা

E Zero Point

কেমন আছে মেমারি সংলগ্ন গ্রাম গুলি? করোনা ভাইরাস তাদের জীবনে কি কোন ছাপ ফেলেছে?

E Zero Point

মতামত দিন