11/11/2024 : 5:12 AM
অন্যান্য

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-১১

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-১১

“কুইজের খোঁজ খবর” ও ” কুইজ প্রতিযোগিতা” -প্রতিদিন কিছু বিষয়ে কুইজের খোঁজ খবর দেবো আমরা ও তার সাথে থাকবে একটি প্রশ্ন। যার উত্তর আমাদের ওয়াটসঅ্যাপ 7797331771  নাম্বারে  পাঠাতে হবে।

আমরা প্রতিদিন এবার থেকে দুপুর ১২টায় পোষ্ট করব এবং আপনাকে রাত ১২টার মধ্যে উত্তর দিতে হবে।

নিয়মাবলীঃ


১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিনের প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি
ওয়াটসঅ্যাপ 7797331771


আজ গত সপ্তাহের বিজয়ী সুব্রত মজুমদার কে শুভেচ্ছা স্বরুপ ১০১ টাকা পাঠানো হল।


কুইজ প্রতিযোগিতা-১০- উত্তর

প্রশ্নঃ কাদম্বিনী গাঙ্গুলি কোলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন ১৮৮৬ সালে। ঐ একই বছরে আরও এক ভারতীয় মহিলা ডাক্তারির ডিগ্রি অর্জন করেন পেনসিলভ্যানিয়ার মহিলা মেডিকেল কলেজ থেকে। এঁনারাই হলেন ভারতের প্রথম মহিলা চিকিৎসক। দ্বিতীয় জন কে?
উত্তরঃ – আনন্দী গোপাল জোশী


সঠিক উত্তরদাতা

ফজলুর রহমান, সালার,  মুর্শিদাবাদসুব্রত মজুমদার, বড়শুল, পূর্ব বর্ধমানপৌলমী রায়, নিউ দিল্লীসোনালী সেন কাবাসি, রসুলপুর, পূর্ব বর্ধমানসেখ কেরামত আলি, রসুলপুর, পূর্ব বর্ধমানডঃ সায়ন ভট্টাচার্য, ইস্ট কলকাতা টাউনশিপ, কলকাতাসকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা

সকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। পেজটি আপনার টাইমলাইনে শেয়ার করুন ও আমাদের ফেসবুক পেজ Zero Point- জিরো পয়েন্ট লাইক করুন।


কুইজের খোঁজ খবর-১১

যুগস্রষ্টা এই আমেরিকান শিল্পী একাধারে গায়ক, সঙ্গীত রচয়িতা, লেখক, সমাজকর্মী আবার চিত্রশিল্পীও। প্রায় অর্ধশতাব্দীব্যাপী একটা প্রজন্ম বুঁদ হয়ে রয়েছে তাঁর মহিমায়। তাঁর শক্তিধর কলম রাজনীতি, সমাজ, দর্শন, সাহিত্যের জগতে জন্ম দিয়েছে বিপ্লবী দৃষ্টিভঙ্গির, পপ মিউজিক শ্রোতা প্রজন্মকে নিয়ে তৈরী করেছেন এক নতুন প্রতিস্পর্ধী সংস্কৃতি। তিনি বব ডিলান। এই নব্য সংস্কৃতিতে তিনিই ঈশ্বর। আজ ঈশ্বরের জন্মদিন।

আজকের বিষয়ঃ বব ডিলান


১। বব ডিলানের আসল নাম কি?
– Robert Allen Zimmerman

২। বব ডিলানের হিব্রু (ইহুদি) নাম কি?
– Shabtai Zisl ben Avraham

৩। ডিলানের প্রথম অ্যালবাম কোনটি?
– Bob Dylan (1962)

৪। কত সালে ডিলান আইনত বব ডিলান নামটিকে গ্রহণ করেন?
– 1962

৫। বব ডিলানের প্রথম প্রকাশিত বইয়ের নাম কি?
– Tarantula (1966)

৬। ডিলান নোবেল পুরস্কার পান কত সালে?
– 2016

৭। কোন বিরল কৃতিত্ব জর্জ বার্নার্ড শ ও বব ডিলানকে এক সারিতে বসিয়েছে?
– নোবেল ও অস্কার দুই পুরস্কারই জয় করেছেন

৮। বব ডিলান একবারই ভারতে, তাও আবার কোলকাতায় এসেছিলেন। কবে ও কি উপলক্ষে?
– ১৯৯০ সালে, বিখ্যাত বাউল শিল্পী পূর্ণ দাস বাউলের পুত্র দিব্যেন্দু দাসের বিবাহ অনুষ্ঠানে পারিবারিক বন্ধু হিসাবে

৯। জনপ্রিয় সঙ্গীত ও আমেরিকান সংস্কৃতিতে তাঁর লেখনীর প্রভাবের জন্য প্রথম রক গায়ক হিসাবে পুলিৎজার পুরস্কার পান বব ডিলান। কত সালে?
– ২০০৮

১০। Billboard chart (আমেরিকা তথা সারা বিশ্বের সবথেকে জনপ্রিয় গানের সাপ্তাহিক তালিকা) -এ বব ডিলানের কোনো গান কখনও প্রথম স্থান পায়নি। তবে তাঁর দুটি গান বিভিন্ন সময়ে দ্বিতীয় স্থান পায়। কোন দুটি গান?
– Like a Rolling Stone (1965)
Rainy Day Women #12 & 35 (1966)

কুইজ প্রতিযোগিতা-১১


পাঠকের জন্য প্রশ্নঃ

বব ডিলানের ৩৫ তম অ্যালবাম Tempest -এর Title Track -এ কোন ঐতিহাসিক দুর্ঘটনার উল্লেখ আছে?


সঞ্চালকঃ অপূর্ব কুমার সু


 

Related posts

ঢাকুরিয়ার বুদ্ধমন্দির

E Zero Point

লকডাউনের তৃতীয় দফাতেও অন্নদান সেবা চালু থাকবে বর্ধমানের গুরুদুয়ারে

E Zero Point

ধারাবাহিক গল্পঃ নীভা থেকে নীভাদেবী হয়ে ওঠার কাহিনী ( পঞ্চম ও অন্তিম পর্ব ) ~ সুতপা দত্ত

E Zero Point

মতামত দিন