27/04/2024 : 8:31 AM
অন্যান্য

লক ডাউন মানতে জোর ধরল গলসীর পুরসা গ্রামবাসী

নিজাম আলমঃ লক ডাউন মানতে এবার জোর ধরল পুরসা গ্রামবাসী। আজ সকাল থেকেই গ্রামের মানুষ সর্ব প্রথমে ব্যাঙ্কের সঙ্গে পাল্লা দেন। প্রথমে দুটি সেবাকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। বাইরে থেকে গ্রাহকরা এই সেবাকেন্দ্রে ভীড় জমাচ্ছেন জেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা আক্রান্ত রুখতে গ্রামের মানুষ কড়াভাবে বহিরাগতদের প্রবেশ নিষেধ করেন। এমনকি সোনার দোকান, জেরক্সের দোকান ও কাপড়ের দোকান এরপর থেকে খুলতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, মোটরসাইকেলে অপরিচিত কেউ এলে তার যথারীতি কারণ জানা হবে। শেষমেশ গলসি থানার পুলিশ উপস্থিত হলে একটা সুষ্ঠু মীমাংসা হয়। সেবাকেন্দ্র প্রথম পর্বে বহিরাগতদের ৫০ জন ও দ্বিতীয় পর্বে পুরসা গ্রামবাসীদের ৫০ জন মোট ১০০ জনকে দূরত্ব বজায় রেখে পরিষেবা দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। তবে লক ডাউন মানতে প্রশাসন থেকে যে প্রচেষ্টা করছেন, ঠিক সেইরূপ গ্রামের মানুষ আজ থেকে জোর ধরলো। এরপর থেকে বাইরে থেকে গ্রামের কোন আত্মীয় বাড়ীও আসতে দেওয়া হবে না বলে মত জানান গ্রামের মানুষ। তবে জোরপূর্বক বাড়ীতে থাকা বাঞ্ছনীয় করায়, খেটে খাওয়া মানুষরা সমস্যায় পড়বেন বলে জানা গেছে।

Related posts

আজ বিশ্ব কবিতা দিবস

E Zero Point

দিল্লীর দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য অর্থ সংগ্রহ মেমারিতে

E Zero Point

~: আমরা দুঃখিত :~ কিছু টেকনিক্যাল সমস্যার জন্য প্রতিটি সংবাদে একই ছবি দেখা যাচ্ছে, খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করা হচ্ছে….

E Zero Point

মতামত দিন