পরাগজ্যোতি ঘোষ, গুসকরা: যেখানে অধিকাংশ ব্যাঙ্কের ক্ষেত্রে অভিযোগ উঠছে গ্রাহকদের সামাজিক দুরত্ব না মানার এই লকডাউনে, সেখানে ব্যাঙ্ক অফ বরোদা এক অনন্য নজির সৃষ্টি করেছে। খুব সুন্দর ভাবে নিরাপদ বৃত্তে গ্রাহকরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছেন। পাশে ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহক পরিষেবা কেন্দ্রটিও সুন্দর ভাবে নিয়মবিধি বজায় রেখেছেন। ব্যাঙ্কে ঢোকার সাথে সাথেই সেখানকার কর্মী রাজু স্যানিটাইজার ঢেলে দিল হাতে। শাখা প্রবন্ধক অসীম কুমার ঘোষ জানান তিনি যতটা পারছেন নিরাপদ দুরত্ব বজায় রাখার চেষ্টা করছেন। ব্যাঙ্কে আরও তিনজন কর্মী রয়েছেন আজ। তাঁরাও খুব সুন্দর ভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন। ম্যানেজার জানান জন-ধন-যোজনা , গ্যাসের টাকা ইত্যাদি নানা বিষয়ে জানার জন্য ভিড় একটু বেশি হচ্ছে। আসলে গ্রাহকরা তো সবাই তেমন ভাবে শিক্ষিত নন, কিন্তু তাদের বোঝালেই অবশ্যই বুঝছেন। তাঁকে সর্বোত ভাবে সাহায্য করছেন গুসকরা থানা। প্রতিনিয়ত সেখানে মোতায়েন থাকছেন সিভিক পুলিশ। এছাড়াও থানার গাড়ি নিয়মিত টহল দিচ্ছে শহরে। অসীমবাবু জানান ব্যাঙ্কের পরিষেবার ক্ষেত্রে যতটুকু সম্ভব দেওয়া যায় তা তিনি দেবেন। এমনিতেই গুসকরায় এবং পার্শ্ববর্তী এলাকায় ব্যাঙ্ক অফ বরোদার বিশেষ সুনাম আছে। এখানকার কর্মীরা খুবই সহৃদয়। ম্যানেজার অসীমবাবুর জনসংযোগ আরও গৌরবান্বিত করেছে এই ব্যাঙ্ককে এলাকায়।
প্রসঙ্গগত উল্লেখ্য ১৫ই এপ্রিল “জিরো পয়েন্ট”-এ খবরের জেরে ব্যাঙ্ক অফ বরোদা, গুসকরা ব্রাঞ্চ, সামাজিক দূরত্ব বজায় রেখে পরিষেবা দিচ্ছে…