জিরো পয়েন্ট সাহিত্য আড্ডা
রবিবারের আড্ডা
————–২৪ মে ২০২০ রবিবার—————
|| ফিরে দেখা ||
“”বয়স্ক মানুষদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখতে হয়। শিশুরা জানে বয়স্ক মানুষেরা ভুল করে, জেনেশুনে ভুল করে। শিশুরাই শুধু জেনেশুনে কোনো ভুল করে না।”
-সেখ আনসার আলি, জিরো পয়েন্ট-এর প্রতিষ্ঠাতা
কবিতাগুচ্ছ
ঈদের চাঁদে মিলন বাঁধে
রমলা মুখার্জী
কি সুর বাঁধে ঈদের চাঁদে
প্রাণে খুশির দোল….
রমজান মাসের শেষে
হৃদয়ে হিল্লোল।
বিভেদ ভুলে ছন্দে দুলে
আনন্দে আজ মাতি
মুসলমান ভায়ের সাথে
হিন্দু ভাইও সাথি।
ঈদের চাঁদের শুদ্ধ কিরণ
অশুভ করবে দূর….
চিন্তা -চেতনে,সেবায়,দানে
ভাসে আজানের সুর।
যিনি খোদা তিনি দেবতা
বুদ্ধ-যীশুও তিনি,
পানি-জল-ওয়াটারকে
জীবন বলেই চিনি।
মা আমিনা, মেরী, যশোদা
সবার বিশ্ব-মাতা।
গর্ভ তাঁদের গর্বে ভরা
জন্ম লভেন ত্রাতা।
অবক্ষয়ের পাপের তাপে
সমাজ মরে ভুগে…
পৃথিবীর পরিত্রাতারা
আসেন যগে যুগে।
আবার হজরত-চৈতন্য এসো
এই ভারতের বুকে
হিংসা-হানাহানির শেষে
দেশকে ভাসাও সুখে।♥
ঈদ
মোঃ ইজাজ আহামেদ
নতুন চাঁদ দেখে মুসলিমরা একমাস রোজা রাখে
নতুন চাঁদ দেখে ঈদ উল ফিতর পালন করে;
এক মাস অপেক্ষার পরে
ঈদ খুশির জোয়ার নিয়ে আসে হৃদয়ে;
বাঁকা চাঁদ দেখে অনাবিল আনন্দের ঢেউ উঠে মনের সাগরে।
সন্ধ্যা থেকে সারা রাত কাটে কেনা কাটাকাটিতে,
ভিন্ন ভিন্ন মিষ্টান্ন তৈরিতে,
সকালের অপেক্ষাতে ঈদের উৎসবের আমেজে,
সোশ্যাল মিডিয়াতে বা ফোনকলে
একে অপরকে অগ্রিম ঈদ মোবারক জানাতে।
ঈদগাহে মিলিত হয়ে নামাজ পড়ার শেষে
সাক্ষাৎ ঘটে অনেকদিনের না দেখা চেহারাগুলোর সঙ্গে;
কোলাকুলি, হাত মেলামেলি করে
পুরোনো সখ্য নতুন করে জেগে উঠে;
এই দিনে মনমালিন্য, শত্রুতা ম্লান হয়ে
বিশ্বভ্রাতৃত্বের সুগন্ধ -বাতাস ছড়িয়ে পড়ে বিশ্বে|♥
বন্দি ঈদ
গিয়াসুদ্দিন আহমেদ
করোনা ভাইরাস বিশ্ব ত্রাস,
লকডাউনে বন্ধ সব।
নাইকো টাকা, নাইকো ভাত,
জীর্ণ শরীরে বন্ধ রব।
রমজানের ঐ রোজার শেষে,
ফিরছে সবাই বাড়ি।
মরল কতক পথের ধারে,
বন্ধ সকল গাড়ি।
নতুন জামা আনবে বাবা,
আনন্দেতে রইল বিভোর।
‘এখন ঘুমা বাছা আমার’,
মা জেগে করল ভোর।
আসল বাবা গভীর রাতে,
বন্দি হল ‘কোয়ারেন্টিনে’।
ভাসল দুজন চোখের জলে,
খুশির ঈদ দুঃখের দিনে।
সন্ধ্যার সময় উঠল চাঁদ,
খুব সকালে ভাঙল নিদ।
শিশু-মনে ঝরে আনন্দ,
কিন্তু লকডাউনে ‘বন্দি ঈদ’।♥
রবিবারের আড্ডায় লেখা পাঠাতে হলে zeropointpublication@gmail.com
ইমেইল এড্রেসে টাইপ করে পাঠান। অবশ্যই লেখাটি অপ্রকাশিত হতে হবে।
পাঠকের মতামত লেখক ও প্রকাশকের পাথেয়, তাই অবশ্যই নীচের কমেন্ট বক্সে মন্তব্য করুন ও শেয়ার করুন