23/04/2024 : 6:32 PM
রবিবারের আড্ডাসাহিত্য

জিরো পয়েন্ট রবিবারের আড্ডা ~ রমলা মুখার্জী | মোঃ ইজাজ আহামেদ | গিয়াসুদ্দিন আহমেদ | সুতপা দত্ত | অর্পিতা চ্যাটার্জ্জী | মনোজ কুমার রায় | সৈয়দ রিজাউল ইসলাম | পরিতোষ বর্ম্মন ~

কবিতাগুচ্ছ


ফিরে এসো কবি

✒ অর্পিতা চ্যাটার্জ্জী

বিশ্বকে নিয়ে খেলিতে যখন
বিরাট শিশু মশগুল,
সেই জৈষ্ঠ্যতে ফিরে এসো তুমি
বিদ্রোহী কবি নজরুল…
মানুষগুলোর কষ্ট ভীষণ
ভুখা পেট, ভাঙা নীর,
প্রলয় থামিয়ে উঠে এসো কবি
চীর উন্নত শির…
অসহায় চোখে স্বপ্ন বুনেছে
ভরসার চুরুলিয়া,
দৃঢ় মন জানে কান্ডারী হয়ে
ফিরবেই দুঃখুমিঞা…
মানুষে মানুষে বিদ্বেষ আজি
জাতের নামে বজ্জাতি,
এমন সময়ে একবার এসো
হয়ে কালের সব্যসাচী…।♥


আমার চোখে বিদ্রোহী কবি

✒ মনোজ কুমার রায়

তুমি ছিলে, এক মহান বিদ্রোহী কবি-
জন্মে ছিলে বঙ্গদেশে, সংগ্রামের ছবি-
ফুটেছিল, তোমার কবিতায় ও গানে।

স্বাধীনতা ফিরে পেল প্রাণ,মাতৃভূমির শাণ-
পিছু হটে ছিল না বন্ধু, হলো আগুয়ান- ঝাপিয়ে ছিলে তবে,ঐক্যবদ্ধ আন্দোলনে।

একশত একুশ তম জয়ন্তী স্মরণে-
বিদ্রোহী কবি, নজরুল ইসলামকে দেখি-
নয়নে, স্বপ্নে আর শুনি ,ঐ গানের ভুবনে।

সঙ্গীত সুধা পানে চাহে, অমৃতের সন্ধানে-
হৃদয়ের তন্দ্রা দূর ঝঙ্কারে, কোন কাননের ফুল গো তুমি, অঞ্জলি লহ মোর সঙ্গীতে।♥


কবি কাজী নজরুল

✒ সৈয়দ রিজাউল ইসলাম

বাঙালি জাতির গর্ব তুমি চিনতে মোরা করিনি ভুল,
হে বীর বিদ্রোহী, তুমি কাজী নজরুল।
১৮৯৯ সালে,বর্ধমানের চুরুলিয়ায়,
ভূমিষ্ঠ হলে তুমি, জাহেদার স্নেহ-ছায়ায়।
কখনো রুটির দোকানে, লেটো, কখনো বা মুয়াজ্জিন,
দারিদ্র্যের কষাঘাতে,
জর্জরিত হয়েছো নিত্যদিন।
দশ বছরে পিতৃ-বিয়োগ, পুড়লো তোমার হিয়া,
অভাব-অনটন নিত্যসঙ্গী,নাম পেলে দুখু মিয়া!
সংগ্রামী এই জীবন মাঝে,
রচিলে বিবিধ কবিতা,
তাইতো তোমায় ভালোবাসে, আবাল-বৃদ্ধ-বনিতা।
তুমি “বাঁধনছাড়া”,”ধুমকেতু”, “দুর্দিনের যাত্রী”, “রিক্তের- বেদনা”,
তোমার রচনা খ্যাতিময়, নেই কোনো তুলনা।
তুমি সাংবাদিক, দার্শনিক, নাট্যকার, উপন্যাসিক,কবি,
তোমার লেখায় ভেসে ওঠে, অত্যাচারিত-বঞ্চিতের ছবি।
সামাজিক অনাচারের প্রতি, তোমার বজ্রকণ্ঠ- হুংকার,
তোমার দৃপ্ত কণ্ঠে উচ্চারিত হয় “কান্ডারী হুশিয়ার!”
“মৃত্যুক্ষুধা”, “কুহেলিকা”, তুমি “জীবনের জয়যাত্রা”,
ছড়িয়ে দিলে এ ধরায় তুমি, সম্প্রীতির বার্তা।
প্রতিবাদী লেখনীর তরে, নিলে তুমি কারাবাস,
সমকালীন ব্রিটিশ শাসকের, তুমি ছিলে ত্রাস!
সাহিত্যের আকাশে তুমি, এক বিরল ধ্রুবতারা,
তোমার লেখনীর সৃষ্টি শাশ্বত, ভুলবনা মোরা।
কী কবিতা রচিলে তুমি,কী জ্যোতির্ময় আহা!
তোমার কবিতার স্বাদে সিক্ত,
আপামর বাঙালির জিহবা।
সালটা ছিল ১৯৭৬, চলে গেলে চিরতরে,
তুমি চিরভাস্বর,মূর্তপ্রতীক রবে বাঙালির অন্তরে।♥


রবিবারের আড্ডায় লেখা পাঠাতে হলে zeropointpublication@gmail.com
ইমেইল এড্রেসে টাইপ করে পাঠান। অবশ্যই লেখাটি অপ্রকাশিত হতে হবে।

পাঠকের মতামত লেখক ও প্রকাশকের পাথেয়, তাই অবশ্যই নীচের কমেন্ট বক্সে মন্তব্য করুন ও শেয়ার করুন

Related posts

নতুন বছরের শুরুতে পুরুলিয়ায় বৃত্তি প্রদান ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠান

E Zero Point

দৈনিক কবিতাঃ প্রথম কদম

E Zero Point

রবিবারের আড্ডা : আরণ্যক বসু || আঞ্জু মনোয়ারা আনসারী || তপন কুমার রায়

E Zero Point

মতামত দিন