25/04/2024 : 6:54 AM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতাঃ তোমার বিরহে


অমিয় কুণ্ডু


চোখের অশ্রু সাগরে দিয়েছে ডুব
একলা বিহঙ্গ বিরহে নিশ্চুপ।
প্রতিটি পলক পেতেছে প্রেমের ফাঁদ
আকাশে কাঁদে বেদনা বিধুর চাঁদ।
এ মৌনতা সরব জীবন গানে
এ মৌনতা বিবশ তোমার ধ্যানে।
বাদুলে বাতাসে এ কোন মরমী দোলা
কানে কানে বলে–
জন্ম-মৃত্যু ভবের নিত্য খেলা।
জীবন অধরা জন্ম -মৃত্যু ক্ষণে
জীবন ছুটেছে মহা জীবনের টানে।
জীবন নয় তো ক্ষণিকের আলো–মহালোকের ধারা
এ বিশ্বাসে নিতি প্রত্যয়ী আকাশের ধ্রুবতারা।
(তবু ) স্মৃতির বৃষ্টি ভেজায় হৃদয়পুর
মাটির গন্ধে চোখ মেলে দেয় সৃজনের অঙ্কুর।
তোমার চেতনে বুনেন আমার জীবন কাব্যগাথা
তুমি সত্য তুমি সুন্দর তুমি অনন্য কবিতা। ♦



দৈনিক কবিতা বিভাগে কবিতা প্রকাশের নিয়মঃ

১) জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে আপনার শ্রেষ্ঠ ৩টি কবিতা ই-মেইল করুন zeropointpublication@gmail.com
২) লেখা পাঠানের পর ১ মাস অপেক্ষা করবেন
৩) আপনার প্রেরিত কবিতাটি মনোনীত হলে ১ মাসের মধ্যে প্রকাশ করা হবে এই বিভাগে
৪) একবার লেখা পাঠানোর পর এই বিভাগে আবার পর ২ মাস পর লেখা পাঠাবেন
৫) প্রত্যেকের লেখা পড়ুন, কমেন্ট বক্সে মতামত দিন

৬) অবশ্যই লেখাটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন



Related posts

বিশেষ বিজ্ঞপ্তিঃ আষাঢ় মাসের মাসিক ই-ম্যাগাজিন

E Zero Point

পুস্তক পর্যালোচনাঃ নিমো গ্রামের গল্প (লেখকঃ সুকান্ত ঘোষ)

E Zero Point

ফুটপাতের পানের দোকানে জন্ম নিলো একডজন উপন্যাস

E Zero Point

মতামত দিন