08/09/2024 : 2:48 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ঈদের নামাজ মেমারি কেন্দ্রীয় ঈদগাহে হবে না, শহরের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব মেনে নামাজ হবে

স্টাফ রিপোর্টার, মেমারিঃ ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ – ইসলাম ধর্মের সবথেকে বড় উৎসব ইদ-উল-ফিতর। ৩০ দিনের রোজার পর এই ঈদ রোজদারের মনে নিয়ে আসে খুশির জোয়ার। কিন্তু বিশ্বের ইতিহাসে এবারের ঈদ – এক অন্যধরনের ঈদ উৎসব হতে চলেছে ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাছে। করোনার করাল গ্রাসে আতঙ্কিত বিশ্ববাসী – লকডাউনের বিধিনিয়মে গৃহবন্দী মানুষ সামাজিক দূরত্ব মেনে অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মানবজাতি।

সমগ্র  দেশ ও রাজ্যে সাথে আগামী কাল মেমারি শহরে ঈদ উৎসব পালিত হবে কিন্তু এবছর কোন ঈদগাহে নামাজ হবে না। মেমারি কেন্দ্রীয় ঈদগাহ কমিটি থেকে খবিরুদ্দিন আহামদ জানিয়েছেন যে, ঈদগাহের পরিবর্তে মেমারি শহরের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব বিধি মেনে প্রয়োজন অনুসারে ৪/৫ বাপ ঈদের নামাজ পড়ানো হবে। সেক্ষেত্রে নিজ নিজ এলাকায় মসজিদে সময় জেনে নিতে বলা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে যে, বিভিন্ন মসজিদ কমিটির কাছে আবেদন রাখা হয়েছে লকডাউন পরিস্থিতিতে কোন ফাঁকা জায়গায় কিংবা ঈদ গাহে নামাজ পড়বেন না, একসাথে জমায়েত হবেন না। মসজিদ কিংবা বাড়ীতে সামাজিক দূরত্ব মেনে ঈদের নামাজ পড়ুন।

Related posts

মেমারিতে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা

E Zero Point

পুকুর সংস্কারের কারণে রাস্তার অবস্থা বেহাল মেমারিতে

E Zero Point

পূর্বস্থলীতে গোয়ালে আগুন, মৃত্যু গরুর 

E Zero Point

মতামত দিন