27/04/2024 : 1:19 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

পান্ডুয়া ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ কোভিড আক্রান্ত শিক্ষক পরিবারের পাশে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, পান্ডুয়া,  ৩ জুন ২০২১:


লায়ন্স ক্লাব অফ পান্ডুয়ার উদ্যোগে পান্ডুয়া এলাকার করোণা আক্রান্ত পরিবার গুলিকে বিনামূল্যে দুফুরের খাবার পৌঁছে দেওয়ার কাজ চলছে লায়ন্স কোভিড ক্যান্টিন এর মাধ্যমে।

বৃহস্পতিবার এই ক্যান্টিন পরিদর্শনে আসেন পান্ডুয়া ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, সমিতির কর্মাধ্যক্ষ অসিত চ্যাটার্জী, শিক্ষা কর্মাধ্যক্ষ সঞ্জীব ঘোষ,শিক্ষক সোমনাথ সাঁতরা সহ অন্যন্যরা।তারা করোনা আক্রান্ত পরিবার গুলির জন্য খাবার প্যাকিং এ হাত লাগান এবং খাবার এর গুনগত মান পরীক্ষা করেন।

শেষে শিক্ষা কর্মাধ্যক্ষ নিজে করোনা আক্রান্ত এক শিক্ষক পরিবার কে মধ্যাহ্ন কালীন আহার পৌঁছে দিতে যান এবং শিক্ষক পরিবার টির সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন। শিক্ষা কর্মাধ্যক্ষ সঞ্জীব ঘোষ মহাশয় আমাদের প্রতিনিধিকে জানান লায়ন্স কোভিড ক্যান্টিনের এই মানবিক উদ্যোগের সঙ্গী হতে পেরে তিনি আপ্লুত।আগমীতেও লায়ন্স ক্লাবের যেকোনো সামাজিক উদ্যোগে তিনি সব সময় থাকবেন।

Related posts

নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার মেমারির যুবক

E Zero Point

মূর্তি বিনা মা কালী পুজো মেমারিতে

E Zero Point

লড়াই ইঞ্চিতে ইঞ্চিতে! বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

E Zero Point

মতামত দিন