24/04/2024 : 4:29 PM
আমার দেশ

এক নজরে গত ২৪ ঘন্টায় দেশে কোভিড-১৯এর বিষয়ে সর্বশেষ তথ্য

ভারতে সক্রিয় সংক্রমিতের পরিমাণ নিম্নমুখী । এই সংখ্যা আরো কমে হয়েছে ১৭,১৩,৪১৩ ।

গত চব্বিশ ঘন্টায় সক্রিয় সংক্রমিতের পরিমাণ কমেছে ৮০,২৩২।

ভারতে দৈনিক নতুন সংক্রমিতের সংখ্যা ১.৩৪ লক্ষ ; নতুন সংক্রমণের নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে।

সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৬৪ লক্ষ।

গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ২,১১,৪৯৯ জন।

পর পর ২১ দিন নতুন করে সংক্রমিতের থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশী।

কোভিড মুক্ত হওয়ার বেড়ে হয়েছে হার ৯২.৭৯%।

সাপ্তাহিক সংক্রমিতের হার বর্তমানে ৭.৬৬%।

পরপর ১০ দিন দৈনিক সংক্রমিতের হার ১০%র কম౼৬.২১%।

নমুনা পরীক্ষার ক্ষমতা বেড়েছে, মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৫.৩ কোটি।

দেশজুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ২২ কোট ১০ লক্ষ টিকা দেওয়া হয়েছে, গত ২৪ ঘন্টায় ২২ লক্ষর বেশী টিকার ডোজ দেওয়া হয়েছে ।

Related posts

জাতীয় শিক্ষানীতির বিষয়ে আয়োজিত রাজ্যপালদের সম্মেলনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন

E Zero Point

পশ্চিমবঙ্গ ও কেরলা থেকে ৯ জঙ্গি গ্রেপ্তার

E Zero Point

আজ সীমান্তে ভারত-চিন বৈঠক, এলএসি-তে বাড়ছে উড়ান গতিবিধি

E Zero Point

মতামত দিন