25/04/2024 : 12:10 PM
আমার দেশ

বদলে যাচ্ছে পোস্ট অফিসের নিয়ম, না জানলে হতে পারে লোকসান

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক১১ ডিসেম্বর, ২০২০:


পোস্ট অফিসের সোভিংস অ্যাকাউন্টে হোল্ডারদের হাতে আর সময় নেই ১২ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর থেকে বদলাতে চলেছে পোস্ট অফিসের নিয়ম ৷ ইন্ডিয়া পোস্টের তরফে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার ডেডলাইন জারি করে দিয়েছে ৷

ইন্ডিয়া পোস্টের তরফে জানানো হয়েছে এবার থেকে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ৫০০ টাকা রাখা বাধ্যতামূলক ৷ ১১ ডিসেম্বরের মধ্যে অ্যাকাউন্টে অবশ্যই ৫০০ টাকা রাখতে হবে ৷ যদি ন্যূনতম ৫০০ টাকা সেভিংস অ্যাকাউন্টে না থাকে তাহলে ১০০ টাকা করে কেটে নিতে হবে।

ইতিমধ্যেই সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারদের  রিমাইন্ডার ম্যাসেজ পাঠানো হয়েছে। পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট সিঙ্গল বা জয়েন্ট অ্যাকাউন্ট হিসেবে খোলা যাবে ৷ অ্যাকাউন্ট খোলার সময় নমিনির নাম দেওয়া বাধ্যতামূলক ৷ বর্তমানে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে ৪ শতাংশ সুদ মিলবে ৷ এই অ্যাকাউন্টে মাসের ১০ তারিখ ও শেষ তারিখের মধ্যে ন্যূনতম ব্যালেন্সের উপর সুদ ক্যালকুলেট করা হয় ৷

 

Related posts

খাদির প্রাকৃতিক রংয়ের সূচনা

E Zero Point

আজাদি কা অমৃত মহোৎসব – বর্তমান প্রজন্মের কাছে অমৃতসম

E Zero Point

সন্ত্রাসবাদ ও মৌলবাদকে বিশ্বের শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে সবথেকে বড় চ্যালেঞ্জঃ প্রতিরক্ষামন্ত্রী

E Zero Point

মতামত দিন