26/04/2024 : 8:18 AM
আমার বাংলাখণ্ডঘোষদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

খণ্ডঘোষে দুয়ারে সরকার প্রকল্পের অনুষ্ঠান

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, খন্ডঘোষ, ১১ ডিসেম্বর, ২০২০:


সরকার ঘরে কড়া নাড়তে আসতে শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প । শুনতে অবাক লাগলেও এখন এটাই বাস্তব। কারণ, বিগত মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। চলবে জানুয়ারি মাস পর্যন্ত। আজ শুক্রবার দুয়ারে সরকার প্রকল্পের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ ব্লকের, কৈয়ড় পঞ্চায়েতেরর পিতাম্বরপুর NSK-র মাঠে । উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামল কুমার দত্ত, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, বিডিও, জয়েন্ট বিডিও সহ কৈয়ড় অঞ্চলের প্রধান আগমনী চক্রবর্তী (দলুই)এবং উপপ্রধান শাজাহান মন্ডল এবং আরও অন্যান্য অনেকে। নজিরবিহীন এই উদ্যোগে দু’মাস সাধারণ মানুষের বাড়ির কাছেই শিবির গড়বে সরকারের বিভিন্ন দপ্তর। এক ছাতার তলায় মিলবে সেরা ১২-১৩টি প্রকল্পের পরিষেবা। জানানো যাবে যাবতীয় অভাব–অভিযোগ। রাজ্য জুড়ে গ্রাম পঞ্চায়েত থেকে পুরসভার ওয়ার্ড স্তর পর্যন্ত একাধিক শিবিরের আয়োজন করবে রাজ্য সরকার। ওই শিবির থেকে স্বাস্থ্য, শিক্ষার মতো সরকারি পরিষেবা সংক্রান্ত মানুষের যাবতীয় অভিযোগ শুনবেন প্রশাসনের আধিকারিকরা।
জানা গিয়েছে, গৃহীত হবে সরকারি পেনশন, বিধবা বা বার্ধক্যভাতার আবেদনও। সম্ভব হলে চটজলদি নিষ্পত্তিতে উদ্যোগী হবেন প্রশাসনের কর্তারা।

Related posts

বামসংগঠনের উদ্যোগে নাদনঘাটে সচেতনামূলক প্রচার অভিযান

E Zero Point

মেমারিতে আবার দাদার অনুগামী পোষ্টার

E Zero Point

ভাতারে বজ্রপাতে মৃত্যু

E Zero Point

মতামত দিন