29/03/2024 : 12:30 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বিনামূল্যে গাছতলায় শিক্ষাদান কালনায়

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ২০ সেপ্টেম্বর, ২০২০:


করোনার জন্য দীর্ঘ কয়েক মাস ধরে স্কুল বন্ধ, ছেলে মেয়েরা স্কুলে যেতে পাচ্ছে না, স্কুলের পরিবেশ থেকে ছাত্র ছাত্রীরা বিরত রয়েছে। কিন্তু এই সময় দাঁড়িয়ে কালনার এক শিক্ষিকা স্বাগতা কর্মকার তার নিজের উদ্যোগে নিজের খরচায় গাছ তলায় দুস্থ, যারা কোনোদিন স্কুলে যয়নি, তাদেরও মাস্ক, স্যানিটাইজার, বই, খাতা, পেন, দিয়ে সাহায্য করে, পাঠদান করছেন। তাঁদের খাবার ব্যাবস্থা ও করেছেন, তার ইচ্ছা তিনি যত দিন পারবেন এই ভাবে পাঠ দান করে যাবেন বিনা পয়সাতে।


শিক্ষিকা স্বাগতা কর্মকার জানান, পথশিশুদের যারা এই পরিস্থিতিতে শেখার আগ্রহ রাখে তাদেরকে শিক্ষাদানই জীবনের মূল উদ্যেশ্য।

Related posts

বন্ধের সমর্থনে পূর্বস্থলীতে সিটুর মিছিল

E Zero Point

বর্ধমানের ঐতিহ্যবাহী শূলি পুকুরের নাম পরিবর্তন

E Zero Point

বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলেন মন্ত্রী বেচারাম মান্না

E Zero Point

মতামত দিন