29/03/2024 : 10:48 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

মন্তেশ্বরে নল বাহিত জল প্রকল্পের উদ্বোধন

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মন্তেশ্বর, ১৮ সেপ্টেম্বর ২০২০:


বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে মানুষের ঘরে ঘরে | যার ফলে মাঝের গ্রাম পঞ্চায়েত এলাকায় মিটতে চলেছে পানীয় জলের সমস্যা | মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মিরপুর গ্রাম, যেখানে দীর্ঘদিন ধরে পানীয় জলের একটা সমস্যা ছিল | এবার মিরপুর গ্রামে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু দপ্তরের আর্থিক সহযোগিতায় গড়ে তোলা হলো নল বাহিত জল প্রকল্প | মোট ১৩,৩৬,৮১৭ টাকায় ঘরে তোলা হলো এই প্রকল্প | মহাসমারোহে আজ এই প্রকল্পের উদ্বোধন হল |


উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মন্তেশ্বরের ভিডিও বিপ্লব দত্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আহামেদ সেখ, ব্লক সভাপতি আজিজুল শেখ সহ বিশিষ্ট ব্যেক্তি বর্গ | এদিকে এই জল প্রকল্পের শিলান্যাস হওয়ায় খুশি মীরপুর গ্রামের নাগরিকরা |

Related posts

কুচুট গ্রাম পঞ্চায়েতে সিপিআইএমের ডেপুটেশন

E Zero Point

রেল বেসরকারিকরণের প্রতিবাদে বর্ধমান ষ্টেশনে ধর্নায় বসলেন তৃণমূল কংগ্রেস

E Zero Point

সুপ্রিম কোর্টের আইনজীবির বাড়িতে মহা নবমীর বিশেষ পূজা

E Zero Point

মতামত দিন