07/05/2025 : 2:06 AM
অন্যান্য

গলসীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সেখ নিজাম আলমঃ গলসি থানার পুরসা গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেল ২০ বছরের যুবক মনিরুল হক মল্লিক। জানা যায়, সে লরীর ড্রাইভার ছিল। তাই আজ লরি নিয়ে বের হতে গেলে উপরে বিদ্যুতের তারে ঘর্ষণ লাগলে কভার তার ফেটে যায়। ফলে সমগ্র লরীটি কারেন্ট হয়ে গেলে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পায়ে জুতো না থাকার জন্য সে আর বিপদ থেকে মুক্ত হতে পারেনি। পরে গ্যাং নামিয়ে তড়িঘড়ি তাকে পুরসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করলে বর্ধমানে ময়না তদন্তে পাঠানো হয়। জানা যায়, তার এক বছর আগে বিয়ে হয়েছিল। তার স্ত্রী গর্ভবতী থাকায় কান্নার রোল পরিবারের সকলের। কারণ বাচ্ছা জন্মানোর পরই তার বাবাকে দেখতে পাবে না, এটা তাদের বিরাট শোকের ছায়া। মনিরুল হকের বাবা সাগর মল্লিক ভ্যান চালিয়ে সংসার চালান। তিনি বলেন আমার দুটি ছেলের মধ্যে মনিরুল হক বড়। লরী চালিয়ে ভালোই উপার্জন করত সে। এখন আমার একটা ডান হাত চলে যাওয়ার মত কষ্ট পাচ্ছি।

Related posts

সাধারণ ভুল যেগুলো রমজানের সময় আমরা করে থাকি – প্রথম পর্ব

E Zero Point

রমজানঃ প্রবল গরমে রোজা করার সময় কিছু সতর্কতা

E Zero Point

পূর্বস্থলীতে সিভিকের দাদাগিরি চরম

E Zero Point

মতামত দিন