সেখ নিজাম আলমঃ আউশগ্রাম থানার নৃপতি গ্রামের ২ জন ও জয়কৃষ্ণপুর গ্রামের ১১ জন শ্রমিক চেন্নাইয়ে কাজ করতে গিয়ে বাড়ী ফিরতে পারছিলেন না কিছুতেই। বারংবার পুলিশ – প্রশাসনের কাছে গিয়েও কোনো সুরাহা হয়নি। শেষমেষ সাইকেলে তারা ঊড়িষ্যা পর্যন্ত আসেন। সময় লাগে ১৫ দিন। তবে ঊড়িষ্যা বর্ডার থেকে আর তারা আসতে পারেন না। ২৪ ঘন্টা অপেক্ষা করার পর তারা সাইকেলগুলি বিক্রি করে দেয়। ফলে কিছু টাকা হাতে পেয়ে, মনোবল বাড়ে। বুক ফুলিয়ে প্রশাসনের কাছে তারা প্রতিকার চাই।ঊড়িষ্যা পুলিশ তাদের শারিরীক পরীক্ষা করে তাদেরকে বর্ধমান পর্যন্ত পৌছে দেওয়ার ব্যাবস্থা করেন । তাদেরকে বর্ধমান সদর থানায় নিয়ে আসা হলে আই,সি পিন্টুবাবু পূণরায় তাদের শারীরিক পরীক্ষার ব্যাবস্থা করেন। সব ঠিকঠাক দেখে তাদেরকে গুসকরা থানায় পাঠানো হয়। সেখান থেকে তাদেরকে পাঠানো হয় আউশগ্রাম থানায়। আউশগ্রাম থানার আই,সি রামকুমার মন্ডল তাদের সমস্ত কাগজপত্র দেখে নৃপতিগ্রাম ও জয়কৃষ্ণপুরে আজ পৌছে দেন। এতদিন তাদের হয়রানির কথা ভেবে গ্রামে ফিরে এই ১৩ জন শ্রমিক দীর্ঘ নিংশ্বাস ফেলেন।
পূর্ববর্তী পোস্ট
পরের পোস্ট