25/03/2025 : 5:10 AM
অন্যান্য

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-২

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-২

গতকাল থেকে শুরু হয়েছে জিরো পয়েন্ট এর একটি কুইজের বিভাগ। “কুইজের খোঁজ খবর” ও ” কুইজ প্রতিযোগিতা”। প্রতিদিন কিছু বিষয়ে কুইজের খোঁজ খবর দেবো আমরা ও তার সাথে থাকবে একটি প্রশ্ন। যার উত্তর আমাদের ওয়াটসঅ্যাপ 7797331771  নাম্বারে  পাঠাতে হবে।

নিয়মাবলীঃ


১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিনের প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ৮টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি
ওয়াটসঅ্যাপ 7797331771


কুইজ প্রতিযোগিতা-১ঃ উত্তর

প্রশ্নঃ GIF সোশাল নেটওয়ার্কিং সাইটগুলোতে বহুল ব্যবহৃত একটি শব্দ। এর পুরো কথা কি?
উত্তরঃ Graphics Interchange Format – এটি একটি বিটম্যাপ ইমেজ ফরম্যাট।  বিভিন্ন সোশাল নেটওয়ার্কে আমরা যে অ্যানিমেশন যুক্ত চিত্র ব্যবহার করি সেগুলো GIF বলা হয়

সঠিক উত্তরদাতা

সকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। পেজটি আপনার টাইমলাইনে শেয়ার করুন ও আমাদের ফেসবুক পেজ Zero Point- জিরো পয়েন্ট লাইক করুন।


কুইজের খোঁজ খবর-২

সাল 2020। Twenty-Twenty। আজ 15 ই মে। সেটাতে নতুনত্ব কিছু নেই। সমাপতনটা হল সপ্তাহের সংখ্যার। বর্তমান সপ্তাহটা এই কুড়ি-কুড়ি বছরের কুড়িতম সপ্তাহ। তাই…
আজকের বিষয়ঃ কুড়ি
১। প্রাচীনকালে ইউরোপীয়দেশগুলিতে ভেড়া বা অন্যান্য গবাদিপশুর সংখ্যা গুনতে ২০ সংখ্যাটিকে একক ধরে গোনার পদ্ধতি চালু ছিল। ১ থেকে ২০ পর্যন্ত গুনে, তারা পাথর বা কাঠের উর একটা করে দাগ কেটে রাখত। যাকে প্রোটো জার্মানী ভাষায় বলা হত skura।  সেখান থেকেই ২০ সংখ্যার একটি ইংরাজী প্রতিশব্দ তৈরি হয়েছে। সেটা কি ?
– স্কোর (score)।
২। ডার্টবোর্ড খেলায় একটি প্রমাণ মাপের বোর্ডে কতগুলি সেক্টর থাকে ?
– ২০ টি
৩। দাবা খেলায় একেবারে শুরুতে নিয়মমাফিক ভাবে মোট কত ধরনের চাল দেওয়া যায়?
– ২০ ধরনের
৪। ফুটবল খেলায় ৪৫ মিনিটের ২ টি অর্ধে মোট ৯০ মিনিটের খেলা হয়, আইস হকিতে ২০ মিনিটের পর্ব থাকে। মোট কয়টি পর্বে খেলা হয়?
– ৩টি ( মোট ৬০ মিনিট)
৫। ভারতের ISD Code +91 । +20 কোন দেশের ISD Code ?
– ইজিপ্ট
৬। NH-20 কোন জায়গা থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়েছ?
– বিহারের বক্তিয়ারপুর থেকে শুরু হয়ে উড়িষ্যার সতভয়তে শেষ হয়েছে।
৭। রমজানমাসের ২০ তম রাত্রিটিকে বলা হয় আনন্দের রাত (The Night of Glory)। আরবী ভাষায় লায়লাত-আল-কদর। এই রাতে মক্কার কাছে হীরাগুহায় মহম্মদ ঈশ্বর প্রেরিত দূতের মাধ্যমে প্রথম সুরহা জানতে পারেন। এই ঈশ্বর প্রেরিত দূতের নাম কি?
–  গ্যাব্রিয়েল ( আরবীতে জিব্রিল)
৮। T-20 আন্তর্জাতিক খেলায় প্রথম সুপার ওভার কবে হয়?
– ২৬ শে ডিসেম্বর ২০০৮ ওয়েষ্টইন্ডিজ বনাম নিউজিল্যান্ড ম্যাচে
৯। অনিল কুম্বলে(ভারত) ও জিম লেকার (ইংল্যান্ড) হলেন এমনই দুই বোলার যারা টেষ্ট ম্যাচের এক ইনিংসে বিপক্ষের ১০টি উইকেটই দখল করেছেন। যে ম্যাচে জিম লেকার এই রেকর্ড করেন(দ্বিতীয় ইনিংসে) সেই ম্যাচের প্রথম ইনিংসে তিনি নয়টি উইকেট শিকার করেছিলেন। মোট ১৯টি উইকেট। অপর উইকেটটি পান গ্রাহম লক। এইভাবে দুজন বোলার মিলে বিপক্ষের ২০ টি উইকেট দখল করার নজির টেষ্ট ক্রিকেটে কতবার ঘটেছে ?
– ৬ বার
১০। 20th Century Studios (পূর্বতন 20th Century Fox Film Corporation বা 20th Century Fox)-এই ফিল্ম স্টুডিওটি কোথায় অবস্থিত ?
– লস এঞ্জেলস্, আমেরিকা

কুইজ প্রতিযোগিতা-২


পাঠকের জন্য প্রশ্নঃ

2020 সালটিকে WHO -র পক্ষ থেকে

International Year of the Nurse and the Midwife হিসাবে ঘোষণা করা হয়েছে।

কোন মহান ব্যক্তির ২০০ তম জন্ম জয়ন্তী উপলক্ষে এই সম্মান জ্ঞাপন করা হয়েছে।?


সঞ্চালকঃ অপূর্ব কুমার সু


 

Related posts

করোনায় কেন্দ্রের প‍্যাকেজ ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার

E Zero Point

চোলাই মদ উদ্ধার মেমারিতে

E Zero Point

আরও কঠিন হচ্ছে পরিস্থিতি, দেশে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়ালো

E Zero Point

1 টি মন্তব্য

Fazlur Rahaman May 16, 2020 at 3:10 pm

thanks

উত্তর

মতামত দিন