সৌগত গুপ্ত, গুসকরাঃ আজ আন্তর্জাতিক নার্স দিবসের দিনে নভেল করোনা ভাইরাস প্রতিরোধে, গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, আউশগ্রাম ১নং ব্লকের বননবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং আউশগ্রাম ২নং ব্লকের জামতাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের প্রত্যেক ডাক্তার বাবু সহ প্রত্যেক নার্স সহ স্বাস্থ্য কর্মীদের পুষ্প স্তবক, জল এবং টিফিন দিয়ে সম্মানিত করলেন এবং চিকিৎসাধীন রোগীদের হাতেও জল ও টিফিন তুলে দিলেন আউশগ্রাম বিধানসভার বিধায়ক, অভেদানন্দ থান্দার । প্রত্যেকে অত্যন্ত খুশি এই ভাবে সম্মান জানানোর জন্য এবং ডাক্তার বাবু থেকে স্বাস্থ্য কর্মী সকলেই বললেন এই উদ্যোগের ফলে আমরা সবাই কাজ করার নতুন করে অনুপ্রেরণা পেলাম এবং জনসাধারণের উদ্দেশ্যে বললেন প্রত্যেকে যথাযথ ভাবে সরকারি নির্দেশিকা মেনে চললে তবেই এই করোনার বিরুদ্ধে আমরা জয়ী হতে পারব বলে আশা রাখি । উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সেখ আব্দুল লালন, এড়াল অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ মির্ধা, আউশগ্রাম ২নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সৈয়দ হায়দার আলী ।।