11/12/2024 : 8:10 AM
অন্যান্য

মেমারি মিলন সংঘ শহর গ্রন্থাগার থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান

নূর আহমেদ, মেমারিঃ গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১ মে পর্যন্ত রাজ্যে তিনটি জোনে ভাগ করে লকডাউন চলবে বলে ঘোষণা করেছেন। করোনার প্রকোপে মানুষ মনে চিন্তার মেঘ দেখা দিয়েছে। লকডাউন দেশের অর্থনীতির উপর প্রভাব ফেলছে। এমতাবস্থায় সাধারণ মানুষ থেকে বিভিন্ন সংগঠন রাজ্যের ত্রাণ তহবিলে অনুদান করছেন। পিছিয়ে নেই মেমারিও, আজ মেমারি মিলন সংঘ শহর গ্রন্থাগার থেকে ২০ হাজার টাকা দেওয়া হল ত্রাণ তহবিলে। গ্রন্থাগারিক সঞ্জয় দাস জানান করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা বদ্ধপরিকর। মিলন সংঘ শহর গ্রন্থাগারের পরিচালন সমিতির সদস্য ও সবথেকে পুরাতন মেম্বার জগবন্ধু ব্যানার্জী জানান ডিজিটাল যুগে বই পড়ার প্রবণতা কমে গেলেও তিনি নিয়মিত লাইব্রেরীতে গিয়ে বই পড়তে ভালোবাসেন। লকডাউনের কারণে লাইব্রেরী বন্ধ থাকায় ঘরে মন বসছে না। তবুও আমাদের লকডাউন মেনে ঘরে থাকতে হবে ভবিষ্যতে আরও বই পড়ার জন্য।

Related posts

লকডাউনে অন্ন সামগ্রী দান মেমারি উপ-পৌরপ্রধানের

E Zero Point

আমফানের জন্য দমকা হাওয়ার সঙ্গে শুরু বৃষ্টি, মেমারি শহরের রাস্তা ফাঁকা

E Zero Point

সম্প্রীতির আবহাওয়ায় মেমারি তাতারপুর ডাঙ্গাপাড়ায় অন্নদান

E Zero Point

মতামত দিন