12/02/2025 : 11:23 PM
অন্যান্য

করোনায় আক্রান্ত ব্যক্তির খণ্ডঘোষের বাদুলিয়া গ্রামটিকে পুলিশ সিল করে দিল

বিশেষ সংবাদদাতাঃ পূর্ব বর্ধমানে করোনা ভাইরাসের আক্রান্ত এক ব্যক্তির গ্রাম খণ্ডঘোষের বাদুলিয়া গ্রামটিকে পুলিশ সিল করে দিল পুলিশ। পুলিশ সুপার ভাস্কর মুখার্জী এলাকা পরিদর্শনে যান এবং গ্রামটিকে সিল করার পর পরিবারের বাকী সদস্যসহ ৩১ জনকে বর্ধমান ও দুর্গাপুরের কোয়ারিন্টন সেন্টারে পাঠানো হয়েছে। খন্ডখোষ থানার ওসি সহ সমস্ত পদাধিকারীগণ এলাকার মানুষকে লকডাউন মেনে ঘরের বাইরে আসতে নিষেধ করলেন। পুরো এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রামটি থেকে কোন লোককে বাইরে আসতে দেওয়া হচ্ছে না ও কাউকে ভিতরে যেতে দেওয়া হচ্ছেনা।

খণ্ডঘোষের বাসিন্দা ৪৩ বছর বয়সী এই ব্যক্তি মেটিয়াবুরুজের রেডিমেড পোশাকের কারখানায় কাজ করতেন।  গত ১৪ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হন জ্বর, শ্বাসকষ্টর মতো উপসর্গ নিয়েওই ব্যক্তি বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের ধারে কোভিড হাসপালে ভর্তি ছিলেন।গত শনিবার তার রিপোর্ট পজিটিভ আসার পরই তাকে দুর্গাপুরের সিভিয়ার অ্যকিউট রেসপিরেটরি ইলনেস (সারি) হাসপাতালে পাঠানো হয়েছে পরবর্ত্তী চিকিৎসার জন্য। প্রকাশ থাকে যে, বেলঘাটা আই.ডি.-পর দুর্গাপুরের সারি হাসপাতাল করোনা রোগীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে।

 

Related posts

করোনা মোকাবিলায় তৈরি ইন্ডিয়ান এয়ার ফোর্স

E Zero Point

কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী জন ধন যোজনার মহিলা অ্যাকাউন্টধারীদের ৫০০ টাকা নগদ হস্তান্তর

E Zero Point

বিশাখাপত্তনমের পর রায়গড়, ভয়াবহ গ্যাস লিকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৭ জন

E Zero Point

মতামত দিন