পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া , হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় আগামী ২৪ ঘণ্টায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। আজ বিকেল বা সন্ধ্যের পর দমকা হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার ঘন্টায় গতিবেগে দমকা হওয়া এবং শিলা বৃষ্টি ও হতে পারে। শনিবারেও উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা। বাতাসের জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি হবে। সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি যা স্বাভাবিক । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৩ থেকে ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি কলকাতায়।