02/10/2022 : 2:45 PM
BREAKING NEWS
অন্যান্য

আউশগ্রামে আগুনে ভস্মীভূত বেডিং হাউস

পরাগজ্যোতি ঘোষ : গত ৯ এপ্রিল রাত্রি ৯ – ১০ টা নাগাদ  আগুন লাগে আউশগ্রাম বাসস্ট্যান্ডের তুলি বেডিং হাউসে। দোকানটি একেবারে ভস্মীভূত হয়ে যায়। এমনিতেই লকডাউনে দোকান পাট বন্ধ, তার উপর দোকানের এমন অবস্থা দেখে ভেঙ্গে পড়েছেন দোকানের মালিক সেখ মনিরুজ্জামান। তিনি জানান প্রায় ২ থেকে ৩ লাখ টাকার মাল ছিল দোকানে। সব চলে গেল আগুনে। অনুমান সর্ট সার্কিট হয়েই এই আগুন লেগেছে। তবে তিনি আজ স্থানীয় থানায় একটি জেনারেল ডায়েরী করবেন। এলাকার এক শুভাকাঙ্ক্ষী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউর রহমান জানান মানুষটি খুব ভালো। কি করে যে কি হয়ে গেল – বেচারা খুব সমস্যায় পড়ে গেল। যদি কোন সরকারী অনুদান মনিরুজ্জামান পায় তাহলে হয়তো কিছুটা সুরাহা হবে।

Related posts

শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের করোনা আক্রান্ত ২০টি জেলায় কেন্দ্রীয় দল আসছে

E Zero Point

ভূগর্ভস্থ জলের প্রভাবে অস্থির হিমালয়

E Zero Point

গুসকরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রী দান

E Zero Point

মতামত দিন