নূর আহমেদ, মেমারিঃ করোনা নিয়ে সারা বিশ্বের মানুষ এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে, গত কয়েকমাস থেকে সারা বিশ্বের মানুষ এই করোনা নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু এখনও করোনাকে ঠেকানো যায় নি। উন্নত সব দেশ গুলো এখনও হিমশিম খাচ্ছে। আমাদের দেশও লড়াই করছে অদৃশ্য এই ভাইরাসের বিরুদ্ধে।
লকডাউনের পরিস্থিতিতে মানুষের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। রাজ্য তথা মেমারি ও আশপাশের মানুষ গৃহবন্দী।ব্যবসা-বাণিজ্য সব বন্ধ। এমতাবস্থায় নিমো-২ পঞ্চায়েত অন্তর্গত কেন্না গ্রামের নেতাজী সংঘ এর উদ্যোগে আজ এলাকার গরীব অসহায় ১০০ জন মানুষের হাতে ত্রান সামগ্রী তুলে দেন। গত পরশু দিন কেন্না গ্রাম ও পাশাপাশি চারশত পরিবারকে ১০০০ মাস্ক ও প্রতি পরিবার পিছু ২টি করে মোট ১৬০০ সাবান দেওয়া হয়।।
ক্লাব সভাপতি বিশ্বনাথ মল্লিক জানান যে, করোনা সংক্রমণ রুখতে গ্রামের প্রধান রাস্তাটিতে বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ক্লাব সদস্যের সহযোগিতায় গ্রামের মানুষ ও বহিরাগতদের আসা-যাওয়ার উপর নজর রাখা হচ্ছে। লকডাউন এর নিয়ম-নীতি মানুষকে বোঝানো হচ্ছে এবং সচেতন করা হচ্ছে।