29/09/2023 : 12:44 PM
অন্যান্য

গুসকরা পৌর ওয়ার্ডে বিধায়কের খাদ্যসামগ্রী বিলি

সৌগত গুপ্ত, গুসকরাঃ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা আউশগ্রাম বিধানসভার পর্যবেক্ষক অনুব্রত মন্ডলের উদ্যোগে এবং বিধায়ক অভেদানন্দ থান্দারের সহযোগিতায় এবং নেতৃত্বে আজ পূর্ব বর্ধমান জেলার, আউশগ্রাম বিধানসভার গুসকরা পৌরসভার ৪ নং ওয়ার্ড এবং ৬ নং ওয়ার্ডের ২৫০ টি বিপর্যস্ত পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় । প্রত্যেক কে সামাজিক দূরত্ব বজায় রেখেই এানের কাজ সুসম্পন্ন হয়। প্রত্যেকের উদ্দেশ্যে বিধায়ক নভেল করোনা ভাইরাস প্রতিরোধে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কঠোর ভাবে পালন করার পরামর্শ দিলেন এবং এই কঠিন পরিস্থিতিতে রাজ্য প্রশাসন, ডাক্তার বাবু থেকে স্বাস্থ্য কর্মী, পৌর কর্মীদের কে সহযোগিতা করার জন্য আবেদন জানান । আগামী দিনে পৌরসভার বাকি ১৪ টি ওয়ার্ডে এই ভাবে এান পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেন । উপস্থিত ছিলেন আউশগ্রাম ১নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি  সেখ সালেক রহমান, ব্লক কার্যকারী সভাপতি  প্রশান্ত গোস্বামী, গুসকরা শহর তৃণমূল কংগ্রেস কুশল মুখোপাধ্যায় সহ ওয়ার্ড নেতৃত্ববৃন্দ ।

Related posts

মেমারি বিধায়িকার উদ্যোগে ইফতার সামগ্রী ও বস্ত্র বিতরণ

E Zero Point

সামাজিক মাধ্যমের গ্রুপের ব‍্যবস্থাপনায় রসুলপুরে “নিঃশুল্কের বাজার”

E Zero Point

লকডাউনে নিত্যপ্রয়োজনীয় দোকানে মেমারিতে এই ভাবেই ব্যবস্থা করা হোক

E Zero Point

মতামত দিন